আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

আজ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে জামায়াতের আমির এ কথা বলেন।

একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দলমতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান।

দেশবাসীর উদ্দেশে জামায়াতের আমির তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁক অতিক্রম করছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর ২০২৪ সালের ৩৬ জুলাই একটি নতুন বাংলাদেশ মহান আল্লাহর মেহেরবানিতে উপহার হিসেবে পেয়েছে জাতি। এ জন্য মহান রবের দরবারে অসংখ্য শুকরিয়া।

এখন দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীরা দেশের ভেতরে-বাইরে নানান ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশের নির্যাতিত ১৮ কোটি মানুষের দাবি হলো, গণহত্যাকারীদের বিচার। চব্বিশের শহীদ পরিবারগুলোর পুনর্বাসন। আহত-পঙ্গু অসংখ্য ছাত্র-তরুণ-যুবক-মুক্তিকামী মানুষের সুচিকিৎসা। একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১৫ বছরের সৃষ্ট জঞ্জালগুলোর মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা।

জামায়াতের আমির লিখেছেন, এ সময় জনগণ অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যার বিচার দেখতে চায়। এর বাইরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ ম য় ত র আম র

এছাড়াও পড়ুন:

ক্ষমতার লোভে কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে: আব্দুস সালাম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ‘‘ক্ষমতায় যাওয়ার লোভে এখন কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে, আবার কেউ ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে নাটক সাজাচ্ছে। তবে জনগণ এখন অনেক সচেতন, তারা আর এসব নাটকে প্রতারিত হবে না।’’

সোমবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপট, ৭ নভেম্বর ও জিয়াউর রহমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, ‘‘৫ আগস্টের পরিবর্তনের পর সবাই আশা করেছিল, দ্রুত সংস্কার ও নির্বাচনের পথে যাওয়া হবে। কিন্তু সরকার তা করেনি। দু-একটি দল প্রকাশ্যে বলেছে, আমরা কি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য ৫ আগস্ট ঘটিয়েছি? এতে প্রমাণ হয়, তারা জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে চায় না।’’

বিএনপির এই নেতা বলেন, ‘‘বিদেশি আধিপত্য থেকে দেশকে রক্ষা করার জন্য বিএনপি কাজ করছে। সীমান্ত হত্যা বন্ধ, পানির ন্যায্য হিস্যা এবং অর্থনৈতিক স্বাধীনতা রক্ষা করার জন্য একটি শক্তিশালী জাতীয় সরকার দরকার। যা কেবল বিএনপিই দিতে পারে।’’

তিনি বলেন, ‘‘বিএনপি সব সময় জনগণের পাশে থেকেছে; আছে। তাই, অনেকে বিএনপিকে ভয় পায়। যেভাবে শেখ হাসিনা নির্বাচন দেননি, কারণ তিনি ভয় পেতেন তারেক রহমান বা বিএনপি ক্ষমতায় আসবে। তেমনি আজও একই আশঙ্কায় নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে। জনগণের রায়কে তারা ভয় পায়।’’

আব্দুস সালাম বলেন, ‘‘সরকার নির্বাচন বিলম্বিত করছে, দেশের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে জনগণ যদি বিএনপিকে ভোট না দেয়, তাহলে ভয় কিসের? নির্বাচন দিন, জনগণকেই সিদ্ধান্ত নিতে দিন।’’

তিনি আরো বলেন, ‘‘যেখানে আওয়ামী লীগ ব্যর্থ, সেখানে বিএনপি সফল। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে, বিএনপি তা ফিরিয়ে এনেছে। আওয়ামী লীগ দুর্ভিক্ষ দিয়েছে, বিএনপি মানুষের মুখে ভাত তুলে দিয়েছে।’’

জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা মুফতি মো. আলমগীর হোসেন খলিলীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ নেসারুল হক প্রমুখ।

ঢাকা/রায়হান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • জনগণের সহজে ভূমিসেবা নিশ্চিত করতে হবে: সিনিয়র সচিব
  • অবিলম্বে গণভোটের দাবি চাকসুর
  • ক্ষমতার লোভে কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে: আব্দুস সালাম
  • শাহরুখ খান: গণহত্যার সময় বিলিয়নিয়ার হওয়ার অর্থ কী
  • সুদানের এল-ফাশের শহরে ‘চরম বিপদে’ বাসিন্দারা: ডক্টরস উইদাউট বর্ডারস
  • সুদানে গণহত্যার প্রতিবাদে জাবি ও জবিতে মানববন্ধন
  • জুলাইবিরোধী শক্তির শাস্তি দাবিতে ইবিতে বিক্ষোভ
  • সুদানে আরএসএফের গণহত্যায় আরব আমিরাত ইন্ধন দিচ্ছে কেন
  • সুদানে ‘গণহত্যা’ হয়েছে
  • একাত্তরের গণহত্যার জন্য জামায়াতকে নিষিদ্ধ করতে হবে: আলাল