আবারও পর্দায় ‘জিম’ ফিরছে কি, যা জানালেন জন আব্রাহাম
Published: 21st, March 2025 GMT
যশ রাজ ফিল্মসের ‘পাঠান’ সিনেমায় খলনায়ক ‘জিম’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। ২০২৩ সালে মুক্তি পাওয়া এই অ্যাকশন-থ্রিলার ছিল যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স সিরিজের চতুর্থ ছবি। কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল, জিমের অতীত নিয়ে তৈরি হতে পারে একটি প্রিক্যুয়েল অথবা স্পিন-অফ। শেষমেশ এ বিষয়ে এবার মুখ খুললেন জন আব্রাহাম নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জিম চরিত্রের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জনের কাছে জানতে চাওয়া হয়, আদিত্য চোপড়ার সঙ্গে কি এই চরিত্রের ‘ব্যাকস্টোরি’ নিয়ে কোনো আলোচনা হয়েছে? উত্তরে জন বলেন, ‘আদিত্য চোপড়া কী পরিকল্পনা করছেন, তাঁর মাথায় কী চলছে, সেটা একমাত্র তিনিই জানেন। তবে হ্যাঁ, আমাদের মধ্যে কিছু আলোচনা হয়েছে। সত্যিই চাই, ব্যাপারটি বাস্তবে পরিণত হোক। সত্যি বলতে, আমি নিজেও এ বিষয়টি নিয়ে পুরোটা জানি না। তবে আশা রাখি, একদিন জিমকে নিয়ে গল্প ভাবা হবে। বিষয়টা বেশ আকর্ষণীয়, তাই চাই এটি হোক।’
এদিন জন আব্রাহাম স্বীকার করেন, বলিউডে খুব সহজেই একঘেয়ে চরিত্রে টাইপকাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাঁর কাছে জানতে চাওয়া হয়, ‘পাঠান’-এর পর কি আরও নেতিবাচক চরিত্রের প্রস্তাব এসেছে? মজার ছলে জন বলেন, ‘দক্ষিণ থেকে, উত্তর থেকে, পূর্ব থেকে, সব জায়গা থেকে প্রস্তাব এসেছে।’
মাত্র পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে সেসব প্রস্তাব ফিরিয়েও দেন জন। অভিনেতা বলেন, ‘আমার বাবা আমাকে শিখিয়েছিলেন “না বলতে শেখো, যেমন সহজে হ্যাঁ বলতে পারো।” তাই আমি “না” বলি, ব্যস!’
আরও পড়ুন২৯৯ টাকায় নিজেকে ওটিটি পর্দায় দেখাতে চাই না: জন আব্রাহাম২৩ জুন ২০২২.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত