যশ রাজ ফিল্মসের ‘পাঠান’ সিনেমায় খলনায়ক ‘জিম’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। ২০২৩ সালে মুক্তি পাওয়া এই অ্যাকশন-থ্রিলার ছিল যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স সিরিজের চতুর্থ ছবি। কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল, জিমের অতীত নিয়ে তৈরি হতে পারে একটি প্রিক্যুয়েল অথবা স্পিন-অফ। শেষমেশ এ বিষয়ে এবার মুখ খুললেন জন আব্রাহাম নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জিম চরিত্রের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জনের কাছে জানতে চাওয়া হয়, আদিত্য চোপড়ার সঙ্গে কি এই চরিত্রের ‘ব্যাকস্টোরি’ নিয়ে কোনো আলোচনা হয়েছে? উত্তরে জন বলেন, ‘আদিত্য চোপড়া কী পরিকল্পনা করছেন, তাঁর মাথায় কী চলছে, সেটা একমাত্র তিনিই জানেন। তবে হ্যাঁ, আমাদের মধ্যে কিছু আলোচনা হয়েছে। সত্যিই চাই, ব্যাপারটি বাস্তবে পরিণত হোক। সত্যি বলতে, আমি নিজেও এ বিষয়টি নিয়ে পুরোটা জানি না। তবে আশা রাখি, একদিন জিমকে নিয়ে গল্প ভাবা হবে। বিষয়টা বেশ আকর্ষণীয়, তাই চাই এটি হোক।’

এদিন জন আব্রাহাম স্বীকার করেন, বলিউডে খুব সহজেই একঘেয়ে চরিত্রে টাইপকাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাঁর কাছে জানতে চাওয়া হয়, ‘পাঠান’-এর পর কি আরও নেতিবাচক চরিত্রের প্রস্তাব এসেছে? মজার ছলে জন বলেন, ‘দক্ষিণ থেকে, উত্তর থেকে, পূর্ব থেকে, সব জায়গা থেকে প্রস্তাব এসেছে।’

মাত্র পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে সেসব প্রস্তাব ফিরিয়েও দেন জন। অভিনেতা বলেন, ‘আমার বাবা আমাকে শিখিয়েছিলেন “না বলতে শেখো, যেমন সহজে হ্যাঁ বলতে পারো।” তাই আমি “না” বলি, ব্যস!’

আরও পড়ুন২৯৯ টাকায় নিজেকে ওটিটি পর্দায় দেখাতে চাই না: জন আব্রাহাম২৩ জুন ২০২২.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তফসিল ঘোষণা, জাকসু নির্বাচন ৩১ জুলাই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন জাকসু নির্বাচনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান।

প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী, ১২ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই দিনে খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণের এবং খসড়া আচরণবিধি সম্পর্কে মতামত গ্রহণের শেষ তারিখ ২১ মে। চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ এবং চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে ৩০ জুন।

মো. মনিরুজ্জামান বলেন, ১ জুলাই থেকে ৩ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের পর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৫ জুলাই। এরপর ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ফলাফল প্রকাশ করা হবে একই দিনে।

সম্পর্কিত নিবন্ধ