জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু ইংল্যান্ড-পোল্যান্ডের
Published: 22nd, March 2025 GMT
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের আর্জেন্টিনা-ব্রাজিল ১৩টি করে ম্যাচ খেলে ফেলেছে। তবে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব শুক্রবার রাতে শুরু হয়েছে।
প্রথম ম্যাচে টমাস টুখেলের অধীনে ইংল্যান্ড জয় পেয়েছে। গ্রুপ ‘কে’তে থাকা দলটি ২-০ গোলে আলবেনিয়াকে হারিয়েছে। ইংল্যান্ডের হয়ে ম্যাচের ২০ মিনিটে লেইস সেল্কি প্রথম গোল করেন। ৭৭ মিনিটে গোল করেন হ্যারি কেইন।
ইংল্যান্ডের গ্রুপে থাকা লাটভিয়া জিতেছে অ্যান্ডোরার বিপক্ষে। এছাড়া জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছে রবার্ট লেভানডভস্কির পোল্যান্ড। গ্রুপ ‘জি’তে থাকা দলটি মাল্টাকে ১-০ গোলে হারিয়েছে। গোল করেছেন লেভা। ওই গ্রুপ থেকে ফিনল্যান্ড জিতেছে লিথুনিয়ার বিপক্ষে।
এছাড়া ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ ‘এইচ’ থেকে বসনিয়া ও সাইপ্রাস জয় তুলে নিয়েছে। তিনটি করে পয়েন্ট পেয়েছে তারা। আগামী বিশ্বকাপে ইউরোপ থেকে ২৬ দল টিকিট পাবে। বাছাইপর্বে খেলছে ইউরোপের ৫৪ দেশ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব শ বক প ব ছ ই ইউর প
এছাড়াও পড়ুন:
পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত, হামলার শঙ্কায় সতর্ক ইসলামাবাদ
কাশ্মীর হামলা ঘিরে ভারত–পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহতভাবে বাড়ছে। মঙ্গলবার দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছাকাছি এলাকা থেকে ভারতের চারটি রাফাল যুদ্ধবিমানকে পিছু হটিয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদের আশঙ্কা, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত। তাই পরিস্থিতি মোকাবিলায় নিজেদের আকাশসীমার নিরাপত্তা ও বিমানবন্দরগুলোয় সতর্কতা জারি করেছে দেশটি। এরই মধ্যে বুধবার পাকিস্তানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ভারত।
ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বুধবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘পাকিস্তান আগবাড়িয়ে উসকানিমূলক কোনো পদক্ষেপ নেবে না। তবে উসকানি দেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে।’ মঙ্গলবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটেও তিনি একই ধরনের কথা বলেছিলেন।
ভারতের অমৃতসরে ভারত-পাকিস্তান সীমান্তের আতারি-ওয়াঘা ক্রসিংয়ে দাঁড়িয়ে আছেন ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) এক সদস্য। ২৫ এপ্রিল ২০২৫