কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে আহ্বায়ক হিসেবে গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হান্নান রাহিম এবং সদস্য সচিব হিসেবে লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওসমান গনীকে মনোনীত করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক শরিফ ওসমান হাদি ও সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ কমিটি মনোনীত করা হয়েছে।

আরো পড়ুন:

২১ দিনের ছুটি চলাকলে কুবি প্রক্টরের ৫ নির্দেশনা

মামলা থাকায় কুবির ডেপুটি রেজিস্ট্রারকে সাময়িক বরখাস্ত

কমিটিতে আরো আছেন, যুগ্ম-আহ্বায়ক ফারুক আল নাহিয়ান, যুগ্ম-সদস্য সচিব মো.

হাসান অন্তর, দপ্তর সম্পাদক হাসান ইমাম ফরহাদ, মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, পাঠচক্র সম্পাদক নাদিয়া আফরোজ সিম্মি, শিল্প সাহিত্য সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, পরিবেশ ও পর্যটন সম্পাদক আরিফ হোসাইন, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক মহিবুস সাবের তালহা।

এছাড়া, এ কমিটিতে সদস্য হিসেবে ২৫ জনকে মনোনীত করা হয়েছেন। 

আহ্বায়ক কমিটির সদস্য সচিব ওসমান গনী বলেন, “এটি একটি রাজনীতি সচেতন সাংস্কৃতিক সংগঠন। বাংলাদেশপন্থি এ সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত। সব আধিপত্যবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক অঙ্গন থেকে লড়াইয়ের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে ইনকিলাব মঞ্চ চেষ্টা করে যাবে, যেখানে আমাদের পরিচয় হবে আমরা বাংলাদেশপন্থি।”

আহ্বায়ক মো. হান্নান রাহিম বলেন, “ইনকিলাব আগ্রাসনবিরোধী বাংলাদেশপন্থি একটি সাংস্কৃতিক সংগঠন। এটি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্লাবের মতোই কাজ করবে। তবে ইনকিলাব প্রচণ্ডরকম রাজনৈতিক সচেতন থাকবে, যাতে সব ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র বুদ্ধিবৃত্তিকভাবে রুখে দেওয়া যায়।”

ঢাকা/এমদাদুল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ওসম ন

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ