প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিল ফু-ওয়াং ফুডস
Published: 24th, March 2025 GMT
বিভিন্ন গণমাধ্যমে গত ১৮ মার্চ ‘ফু-ওয়াং ফুডস কর্মীরা বেতন পাচ্ছেন না, মহাসড়ক অবরোধ’ শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেড কর্তৃপক্ষ।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কারণ দর্শানোর চিঠির পরিপ্রেক্ষিতে কোম্পানিটির কর্তৃপক্ষ এ ব্যাখ্যা প্রদান করেছে।
সোমবার (২৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত সংবাদের বিষয়ে ফু-ওয়াং ফুডস কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চসহ দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। নথি অনুযায়ী শ্রমিকদের দাবি সঠিক নয়। আমরা শুধুমাত্র ফেব্রুয়ারির বেতন নিষ্পত্তির জন্য প্রস্তুত আছি। ফেব্রুয়ারি মাসের বেতন রবিবার বিকেলে দেওয়া শুরু হয়েছে। রাত হওয়ায় এবং টাকার পরিমাণ বেশি হওয়ায় কিছু শ্রমিকের বেতন বাকি ছিল। ব্যাংক থেকে টাকা আনার পর বেতন দেওয়া শুরু হবে। আমরা ইতোমধ্যে কারখানার শ্রমিকদের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিয়েছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা আশা করছি শিগগিরই শ্রমিকদের দাবি পূরণ হবে।
এর আগে ‘ফু-ওয়াং ফুডস কর্মীরা বেতন পাচ্ছেন না, মহাসড়ক অবরোধ’ শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা চেয়ে গত ১৮ মার্চ কোম্পানিকে চিঠি পাঠায় ডিএসই।
ঢাকা/এনটি/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত