তারকা ক্রিকেটার তামিম ইকবাল সোমবার সকালে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করেছেন। তার হার্টে ব্লক ধরা পড়ে। সাভারের কেপিজে হাসপাতালে জরুরি ভিত্তিতে তার হার্টে রিং পরানো হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তামিমের জ্ঞান ফিরেছে এবং পরিবারের সঙ্গে কথা বলেছেন।

তামিম ইকবালের সুস্থতা কামনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া তামিমের শরীরের খবর নিতে বা তাকে দেখতে হাসপাতালে ভক্তদের ভিড় না করার অনুরোধ করেছে বিসিবি। তামিমের পরিবারের পক্ষ থেকে তার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।

বিসিবি এক বার্তায় বলেছে, তামিমকে দ্রুত ও জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। বিসিবি এবং প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নিয়মিত তার খোঁজ খবর নেওয়া হচ্ছে। বিসিবিও তামিমের পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে।

বার্তায় বিসিবি সভাপতি বলেন, ‘জটিল পরিস্থিতিতে তামিমকে দ্রুত চিকিৎসা দেওয়ায় আমরা চিকিৎসক ও বিশেষজ্ঞদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। তামিমের জন্য দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে যে উদ্বেগ তাতেই তার প্রতি দেশের মানুষের ভালবাসা প্রকাশ পায়। প্রধান উপদেষ্টার দপ্তর, ক্রীড়া উপদেষ্টা ও ক্রীড়া পরিষদ নিয়মিত তামিমের খোঁজ-খবর নিচ্ছে। বিসিবি খুব কাছ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তার দ্রুত সুস্থতার জন্য যেকোন সহায়তা দিতে প্রস্তুত আছে।’

বিসিবি ভক্তদের অনুরোধ করে বার্তায় জানিয়েছে, ভক্ত ও দর্শনার্থীদের হাসপাতালে ভিড় না করার জন্য অনুরোধ করা গেল। এতে হাসপাতালের পরিবেশ ব্যহত হতে পারে। যা তামিমের চিকিৎসায় ব্যঘাত ঘটাতে পারে। ভক্তদের তামিমের শরীরের পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে। বিসিবি ও তামিমের পরিবার তার দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ত ম ম ইকব ল র জন য অন র ধ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ