মাদ্রাসার শিক্ষক–কর্মচারীদের এমপিওর অনলাইন আবেদনের সময় দুই দিন বৃদ্ধি
Published: 25th, March 2025 GMT
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি থাকায় মাদ্রাসার শিক্ষক–কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর অনলাইন আবেদনের সময় দুই দিন বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১ থেকে ৬ এপ্রিলের মধ্যে প্রতিষ্ঠানের প্রধানেরা এই আবেদন পাঠাবেন। আর উপজেলা–থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ১ থেকে ৮ তারিখের মধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সেলে এই আবেদন পাঠাতে হবে। এমন নির্দেশনা দিয়ে গতকাল সোমবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সব মাদ্রাসাপ্রধান ও সংশ্লিষ্টদের চিঠি পাঠিয়েছে।
আরও পড়ুনইউনিভার্সিটি অব লুক্সেমবার্গের বৃত্তি, স্নাতক–স্নাতকোত্তরে প্রয়োজন নেই আইইএলটিএস১০ ঘণ্টা আগেওই আদেশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (মাদ্রাসা) শিক্ষক–কর্মচারীদের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালার–২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত–পরিমার্জিত) আলোকে প্রতি মাসের ৪ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের প্রধান মেমিস সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন সংশ্লিষ্ট উপজেলা–থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে দাখিল করেন এবং প্রতি মাসের ৮ তারিখের মধ্যে উপজেলা–থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সেলে পাঠানোর নির্দেশনা রয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি থাকায় এপ্রিল মাসের অনলাইন আবেদন ১ থেকে ৬ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের প্রধান মেমিস সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন সংশ্লিষ্ট উপজেলা–থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে এবং ১ থেকে ৮ তারিখের মধ্যে উপজেলা–থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সেলে পাঠানোর নির্দেশনা দেওয়া হলো।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯৪ শতাংশই ফেল৮ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর মকর ত উপজ ল সরক র
এছাড়াও পড়ুন:
‘ওজোনস্তর ক্ষয়ে স্বাস্থ্য, কৃষি ও প্রাণিজগৎ ঝুঁকির মুখে’
ওজোনস্তর ক্ষয়ের ফলে মানবস্বাস্থ্য, কৃষি উৎপাদন ও প্রাণিজগৎ ঝুঁকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেছেন, “ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।”
বিশ্ব ওজোন দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, “মন্ট্রিয়ল প্রটোকলের মতো কার্যকর আন্তর্জাতিক আইন প্রণয়ন ও বাস্তবায়নের কারণে পৃথিবী আজ ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিয়ন্ত্রণে সফল হয়েছে। এটি একটি দৃষ্টান্ত যে, রাজনৈতিক সদিচ্ছা থাকলে আন্তর্জাতিক আইনও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।”
উন্নত দেশগুলো অর্থ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করায় ওজোনস্তর রক্ষায় বৈশ্বিক সাফল্য এসেছে মন্তব্য করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও একইভাবে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি ও সহযোগিতা অপরিহার্য। আমরা চাই, সমালোচনাকে ইতিবাচক দৃষ্টিতে নিয়ে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা হোক। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক আচরণে পরিবর্তন আনলেই টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মহিউদ্দিন মানিক।
এতে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক এবং ইউএনডিপির প্রতিনিধি।
অনুষ্ঠানে বিশ্ব ওজোন দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা