বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের দেওয়া পর্যবেক্ষণ মেনে মঙ্গলবার পুনরায় ছাড়পত্রের জন্য জমা পড়ে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। দুপুরে সিনেমাটি দেখেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা। সন্ধ্যায় চলচ্চিত্রটির ছাড়পত্র মেলে। ছাড়পত্র পেলেও ‘কাট’, ‘আনকাট’ নিয়ে রয়েছে ধোঁয়াশা। সার্টিফিকেশন বোর্ডের কর্মকর্তা থেকে সদস্যরা কেউই বিষয়টি নিয়ে কথা বলতে চাননি।

নাম প্রকাশ না করার শর্তে সার্টিফিকেশন বোর্ডের একাধিক সদস্য প্রথম আলোকে জানিয়েছেন, বোর্ডের দেওয়া পর্যবেক্ষণ মেনেই গতকাল পুনরায় জমা হয় ‘বরবাদ’, যেখানে কিছু দৃশ্য ছেঁটে ও পরিমার্জন করা হয়েছে। এ ছাড়া প্রথম জমা দেওয়া কপিতে একাধিক কারিগরি ত্রুটি ছিল, গতকালের কপিতে তা সংশোধন করা হয়েছে।
সদস্যরা আরও জানিয়েছেন, পর্যবেক্ষণের বিষয়গুলোর সঙ্গে একমত হয়েই গতকাল সংশোধিত কপি জমা দিয়েছেন ‘বরবাদ’–এর প্রযোজক। তবে এরপরও যা সামনে এসেছে, তা স্ট্যান্টবাজি ছাড়া কিছুই না। সিনেমার হাইপের জন্যই এমন করা হচ্ছে বলে মনে করছেন তাঁরা।

আরও পড়ুন‘বরবাদ’-এর টিজার: শাকিব কি শাকিবকেই ছাড়িয়ে যাবেন২৭ ফেব্রুয়ারি ২০২৫

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের এ পর্যবেক্ষণ ‘বরবাদ’–এর জন্য ভালো ফল বয়ে আনবে বলে মনে করছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য নির্মাতা কাজী হায়াত। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘কোনো সিনেমার ক্ষতি করতে আমরা বোর্ডে আসিনি। ‘‘বরবাদ” পারিবারিক দর্শকদের উপযোগী হয়েছে। সিনেমার জন্য লাভ হয়েছে।’

শুধু ‘বরবাদ’ নয়, ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘জংলি’ ও ‘দাগি’ সিনেমার ক্ষেত্রেও পর্যবেক্ষণ দিয়েছিল চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সেসব পর্যবেক্ষণ মেনেই ছাড়পত্র মিলেছে সিনেমা দুটির।

‘বরবাদ’–এ শাকিব খান। ভিডিও থেকে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ ড়পত র র জন য বরব দ সদস য গতক ল

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ