পবিত্র ঈদুল ফিতরের আগে তিন মাসের বকেয়া বেতন, ঈদের বোনাস ও অন্যান্য সুবিধার দাবিতে আজ বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো শ্রম ভবনের সামনে অবস্থান করছেন গার্মেন্টস শ্রমিকেরা। কিন্তু শ্রম মন্ত্রণালয় থেকে এখনো কিছু জানানো না হলেও শ্রমিকেরা বিকেল চারটার মধ্যে দাবি পূরণের আলটিমেটাম দিয়েছেন, তা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

শ্রম ভবনের সামনে আজ সকাল থেকেই কর্মকর্তাদের উপস্থিতি দেখা যায়নি। নিরাপত্তাকর্মী সাকিব হোসেন জানান, কয়েকজন কর্মকর্তা ভবনে এসেছিলেন, কিন্তু অবস্থানকারী শ্রমিকদের দেখে ফিরে গেছেন। শ্রমিকেরা জানান, পাঁচ দিন ধরে তাঁরা ভবনের সামনে অবস্থান করছেন। অ্যাপারেল প্লাস ইকো লিমিটেডের সিনিয়র সুইং অপারেটর রেখা আক্তার তিন্নি বলেন, ‘আজ আমাদের দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।’

অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড, স্টাইল ক্রাফট, টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড ও অ্যাপারেল আর্ট লিমিটেডের শতাধিক শ্রমিক এই আন্দোলনে অংশ নিচ্ছেন। শ্রম ভবনের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না হওয়ায় তাঁদের ক্ষোভ বাড়ছে।

স্টাইল ক্রাফটের সুইং অপারেটর সালমা আক্তার অভিযোগ করেন, ভবনে তালা লাগানো থাকায় নারীদের টয়লেট ব্যবহারের সুবিধা নেই। রাতে আলো বন্ধ করে দেওয়া হয়। একই পোশাকে দিন কাটাতে হচ্ছে। অ্যাপারেল আর্ট লিমিটেডের রিয়াজুল হক বলেন, বকেয়া বেতন, বোনাস ও ছুটির টাকা-কিছুই দেওয়া হয়নি। নারী-পুরুষ সবাই এখানেই আটকে আছেন।

দুপুরে অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড ও অ্যাপারেল আর্ট লিমিটেডের কিছু শ্রমিককে আংশিক বোনাস দেওয়া হলেও তাঁরা পুরো বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন। অ্যাপারেল আর্টের প্রতিনিধি শাহিন আলম বলেন, কী হিসাবে এই টাকা দেওয়া হলো, তা জানা নেই। পূর্ণ বকেয়া না পেলে আন্দোলন চলবে।

অ্যাপারেল প্লাস ইকো লিমিটেডের শেফালী আক্তার বলেন, দুই মাস ধরে দোকানে বাকি চলছে। বাড়িওয়ালা বাসা ছাড়তে বলেছেন। স্টাইল ক্রাফটের আহমেদ প্রতীক জানান, ১৪ মাসের বেতন, মাতৃত্বকালীন ভাতাও আটকে আছে। ঈদের আগে দাবি মেনে না নিলে প্রধান উপদেষ্টার কাছে যাওয়া হবে।

টি অ্যান্ড জেড অ্যাপারেলসের শহিদুল ইসলাম বলেন, আলোচনার জন্য কেউ আসেননি। শান্তিপূর্ণভাবেই আন্দোলন চলবে। শ্রমিকনেতারা সতর্ক করেছেন, বকেয়া পরিশোধ ও বোনাস নিশ্চিত না করলে অবস্থান আরও জোরালো হবে, এমনকি ঈদ উদ্যাপন শ্রম ভবনের সামনেই হতে পারে।

গত ২৩ মার্চ থেকে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এই শ্রমিকেরা। তবে গত মঙ্গলবার প্রেসক্লাব এলাকায় অবস্থান কর্মসূচি থেকে সচিবালয় দিকে অগ্রসর হলে দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাব এলাকায় লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে বেশ কয়েকজন পোশাকশ্রমিক, ছাত্রসংগঠনের নেতা ও পুলিশ সদস্য আহত হন।

তার পর থেকেই আন্দোলনকারী শ্রমিকেরা শ্রম ভবনের সামনে অবস্থান নেন। দিন-রাত অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন তাঁরা। পরে মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করে তাঁরা জানান, বৃহস্পতিবার দুপুরের মধ্যে সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অ য প র ল আর ট

এছাড়াও পড়ুন:

৮ বছরেও শুরু হয়নি কুবির ২ বিভাগের কার্যক্রম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দীর্ঘ ৮ বছর আগে অনুমোদন পাওয়া দুটি বিভাগ এখনো চালু হয়নি। অনুমোদন সত্ত্বেও প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, অবকাঠামোগত প্রস্তুতি এবং প্রশাসনিক কার্যক্রমের ধীরগতির কারণে বিভাগ দুটি কার্যক্রম শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে বিজ্ঞান অনুষদের অধীনে ‘বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ’ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ’ চালুর অনুমোদন দেওয়া হয়। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকেই বিভাগ দুটি চালু হওয়ার কথা থাকলেও, তখন বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত ও শ্রেণিকক্ষ সংকটের কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে নতুন অ্যাকাডেমিক ভবন নির্মাণের পরে বিভাগ দুটি চালুর পরিকল্পনা করা হয়। কিন্তু এই সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণ হয়নি।

আরো পড়ুন:

শিক্ষার্থীদের নিরাপত্তায় কুবি প্রক্টরের জরুরি নির্দেশনা 

সিএনজি চালকের বিরুদ্ধে কুবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

এছাড়া, তৎকালীন অর্গানোগ্রামে ৩১টি বিভাগের মধ্যে এই দুইটি বিভাগ অন্তর্ভুক্ত ছিল না, যা পরবর্তীতে চালু করা নিয়ে জটিলতা তৈরি করে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠক করে এই বিষয়ে পুনরায় আলোচনা করে। ইউজিসি নির্দেশনা অনুযায়ী, নতুন অর্গানোগ্রামে বিভাগের অন্তর্ভুক্তি ও নতুন বিভাগের প্রস্তাব রাখা হয়েছে।

সে অনুযায়ি ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত কুবির ৮৯তম অ্যাকাডেমিক কাউন্সিল মিটিংয়ে পূর্বের ‘মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ’ এর পরিবর্তে ‘লজিস্টিক্স ও মার্চেন্ডাইজিং বিভাগ’ এবং ‘বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ’-এর পরিবর্তে ‘পরিবেশ বিজ্ঞান বিভাগ’ নামে অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়। এছাড়াও অর্গানোগ্রামে নতুন আরও ১৮টি বিভাগের নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে।

তৎকালীন বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রস্তাবক রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, “২০১৭ সালে অনুমোদন থাকলেও জায়গা সংকটের কারণে বিভাগ চালু করা সম্ভব হয়নি। পরে প্রশাসন পাল্টালেও কেউ উদ্যোগ নেয়নি।”

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “অর্গানোগ্রামে অন্তর্ভুক্তি মানে এখনই চালু হবে না। অনুমোদন থাকলেও তৎকালীন সময়ে চালু করা সম্ভব হয়নি। এখন ইউজিসি নির্দেশনায় নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “তৎকালীন প্রশাসন বলতে পারবে কেন বিভাগ চালু হয়নি। আমরা সবার সঙ্গে আলোচনা মাধ্যমে নতুন করে উদ্যোগ নিয়েছি। আগামী ২ বছরের মধ্যে আশা করি বিভাগ চালু করা সম্ভব হবে, তখন নতুন ক্যাম্পাসও প্রস্তুত থাকবে।”

ঢাকা/এমদাদুল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ