ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করে বাজিমাত করেন। অভিষেক সিনেমার পর দুই বছরের বিরতি। ঈদুল ফিতরে ‘দাগি’ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন এই তারকা।
ঈদের সিনেমা নিয়ে বৃহস্পতিবার (২৭ মার্চ) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে হাতকড়া পরে হাজির হন এই নায়ক। তার সঙ্গে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মূলত, ‘দাগি’ সিনেমার প্রচারের অংশ হিসেবে কয়েদির বেশে হাতকড়া পরে সাংবাদিকদের সামনে হাজির হন নিশো।
এর আগে প্রকাশিত হয় ‘দাগি’ সিনেমার টিজার। তাতে উঠে আসে নিশোর জেল জীবন অর্থাৎ ‘দাগি’ আসামির প্রতিচ্ছবি। ১ মিনিট ৭ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারে অভিনেতাকে পাওয়া যায় তিনটি ভিন্ন লুকে। সিনেমাটিতে তার চরিত্রের নাম নিশান।
এসভিএফ ও আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। ‘দাগি’ এই অভিনেতা ও নির্মাতার দ্বিতীয় সিনেমা। এতে আরো অভিনয় করেছেন— চিত্রনায়িকা তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন ধরনের ব্যাটারি তৈরি করছে ফোর্ড
কম খরচে দীর্ঘ পথ যেতে সক্ষম বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য লিথিয়াম ম্যাঙ্গানিজ রিচ (এলএমআর) সেলযুক্ত ব্যাটারি তৈরি করছে ফোর্ড। নতুন এ ব্যাটারি ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। ফোর্ডের ইলেকট্রিফাইড প্রপালশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক চার্লস পুন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মিশিগানের রোমুলাসে অবস্থিত আয়ন পার্ক ব্যাটারি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে বিশেষ প্রযুক্তির মাধ্যমে লিথিয়াম ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এলএমআর ব্যাটারি তৈরি করা হচ্ছে।
ফোর্ডের তথ্যমতে, এলএমআর ব্যাটারির শক্তির ঘনত্ব নিকেল ব্যাটারির তুলনায় বেশি। তাই নতুন ব্যাটারি কাজে লাগিয়ে দীর্ঘ পথ চলতে পারবে বৈদ্যুতিক গাড়ি। নতুন ব্যাটারির বিষয়ে চার্লস পুন বলেছেন, ‘ফোর্ড প্রথমে নিকেল-ম্যাঙ্গানিজ-কোবাল্ট (এনএমসি) ব্যাটারি তৈরি করেছে। এরপর ২০২৩ সালে তৈরি করেছে লিথিয়াম-আয়রন-ফসফেট এলএফপি ব্যাটারি। এবার আসছে এলএমআর ব্যাটারি। আমরা এই দশকের মধ্যেই এলএমআর ব্যাটারির উৎপাদন বাড়াতে চাই। ফোর্ডের ভবিষ্যৎ মডেলের গাড়িতে এই ব্যাটারি ব্যবহারের জন্য কাজ চলছে।’
সায়েন্স ডাইরেক্ট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, লিথিয়াম-সমৃদ্ধ ম্যাঙ্গানিজভিত্তিক ক্যাথোড উপকরণ ৩০ বছর আগে আবিষ্কৃত হয়েছে। নিকেল ও কোবাল্টের অনুপস্থিতির কারণে এসব ব্যাটারির শক্তির ঘনত্ব বেশি।
সূত্র: ইনসাইড ইভিস