ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করে বাজিমাত করেন। অভিষেক সিনেমার পর দুই বছরের বিরতি। ঈদুল ফিতরে ‘দাগি’ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন এই তারকা।

ঈদের সিনেমা নিয়ে বৃহস্পতিবার (২৭ মার্চ) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে হাতকড়া পরে হাজির হন এই নায়ক। তার সঙ্গে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মূলত, ‘দাগি’ সিনেমার প্রচারের অংশ হিসেবে কয়েদির বেশে হাতকড়া পরে সাংবাদিকদের সামনে হাজির হন নিশো।

এর আগে প্রকাশিত হয় ‘দাগি’ সিনেমার টিজার। তাতে উঠে আসে নিশোর জেল জীবন অর্থাৎ ‘দাগি’ আসামির প্রতিচ্ছবি। ১ মিনিট ৭ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারে অভিনেতাকে পাওয়া যায় তিনটি ভিন্ন লুকে। সিনেমাটিতে তার চরিত্রের নাম নিশান।

এসভিএফ ও আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। ‘দাগি’ এই অভিনেতা ও নির্মাতার দ্বিতীয় সিনেমা। এতে আরো অভিনয় করেছেন— চিত্রনায়িকা তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘জেড’ ক্যাটাগরিতে নামলো বাংলাদেশ ফাইন্যান্স

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডে ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী, গত দুই হিসাব বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। তাই সোমবার থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

এদিকে ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ।

গত বছরের ২০ মে বিএসইসির জেড শ্রেণি নিয়ে জারি করা নির্দেশনায় বলা হয়- পরপর দুই বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দিলে, আইন অনুযায়ী নিয়মিত এজিএম না করলে, সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া ছয় মাসের বেশি উৎপাদন বা কার্যক্রম বন্ধ থাকলে, পুঞ্জীভূত লোকসান পরিশোধিত মূলধনের বেশি হলে, নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত লভ্যাংশের ন্যূনতম ৮০ শতাংশ বিতরণ না করলে কোনো কোম্পানিকে ‘জেড’ শ্রেণিভুক্ত করা যাবে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ