‘বড় পার্টিগুলো মনে করছে এত শহীদ শুধু একটি নির্বাচনের জন্য’
Published: 28th, March 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) জোবাইরুল হাসান বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে বিএনপিসহ সব পার্টিকে আমরা সহযোদ্ধা হিসেবে পেয়েছে। কিন্তু সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া মানে জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া। বাংলাদেশের বড় পার্টিগুলো মনে করছে, এত ভাই শহীদ হয়েছে শুধু একটি নির্বাচনের জন্য। যদি রাজনৈতিক দলগুলোর এ ধরনের অবস্থান হয় তাহলে সংস্কারের যে পজিশন, এ পজিশনকে আমাদের বিপ্লবী পজিশনে রূপান্তর করতে হবে।’
আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি এলাকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ইফতার মাহফিলে এ কথাগুলো বলেন জোবাইরুল হাসান। তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনসাধারণকে জনগণ হতে দিচ্ছে না। তারা বারবার মব তৈরি করছে। তারা বলতে চাচ্ছে একধরনের নির্বাচনের কথা।’
এতে অতিথি হিসেবে বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, ‘আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে, সেটি অন্তর্বর্তী সরকারের সময়ের মধ্যে করতে হবে, কোনো নির্বাচিত সরকারের অপেক্ষা করব না। সব রাজনৈতিক দলকে বলব আগে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে ঐকমত্য থাকতে। যারা গণ–অভ্যুত্থানে হামলা করেছিল এখন তাদের সাপোর্ট দিচ্ছে কারা, এটি সবাই জানে।’
জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। আজ বিকেলে চট্টগ্রামের জিইসি এলাকার একটি রেস্তোরাঁয়.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫