ক্যারি ও সাংঘার সেঞ্চুরিতে ২৯ বছর পর চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়া
Published: 29th, March 2025 GMT
দীর্ঘ ২৯ বছরের শিরোপা খরা কাটিয়ে অবশেষে শেফিল্ড শিল্ড জিতল দক্ষিণ অস্ট্রেলিয়া। ফাইনালে কুইন্সল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে নাথান ম্যাকস্বিনির দল। অ্যাডিলেডের কারেন রলটন ওভালে ২৭০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করে রেকর্ড গড়েছে দক্ষিণ অস্ট্রেলিয়া। শিল্ড ফাইনালের ইতিহাসে এটি সর্বোচ্চ রান তাড়া করে জয়।
দলের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন জেসন সাংঘা ও অ্যালেক্স কেরি। অপরাজিত ১২৬ রানের অনবদ্য ইনিংস খেলেন সাংঘা, আর ১০৫ রানের দারুণ ইনিংস আসে কেরির ব্যাট থেকে। মূলত এই দুই ব্যাটারের ব্যাটিংয়েই স্বপ্নপূরণ হয় দক্ষিণ অস্ট্রেলিয়ার।
প্রায় তিন দশক পর শেফিল্ড শিল্ডের শিরোপা জেতার উচ্ছ্বাস সীমা ছাড়িয়ে যায় দক্ষিণ অস্ট্রেলিয়ার সমর্থকদের মাঝে। শেষ মুহূর্তে জয় নিশ্চিত হতেই গ্যালারি ছেড়ে মাঠে নেমে আসেন দর্শকেরা। যেন আশির দশকের ক্রিকেট মাঠের চিত্র ফিরে আসে অ্যাডিলেডে। জয়ের নায়ক সাংঘা ও কেরিকে ঘিরে উল্লাসে মাতেন দর্শকরা। এমনকি কেউ কেউ স্মারক হিসেবে তুলে নেন স্টাম্পও!
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ অস্ট্রেলিয়ার। মাত্র ২৮ রানেই হারিয়ে ফেলে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। নতুন বলে বিধ্বংসী বোলিং করেন কুইন্সল্যান্ডের মার্ক স্টেকেটি ও মাইকেল নেসার। তবে চতুর্থ উইকেটে কেরি ও সাংঘার অবিশ্বাস্য জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। দুজন মিলে ২০২ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়ে ম্যাচকে নিজেদের দিকে নিয়ে আসেন। ১৩২ বলে ৯ চার ও ১ ছক্কায় ১০৫ রান করেন কেরি। অন্যদিকে, ১৯২ বলে ১৬ চার ও ২ ছক্কায় ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন সাংঘা।
কেরির বিদায়ের পর কিছুটা চাপে পড়ে যায় দক্ষিণ অস্ট্রেলিয়া। শেষদিকে জ্যাক লেহমান ও লিয়াম স্কট দ্রুত ফিরে গেলে ম্যাচ জমে ওঠে। তখনও জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান। তবে বেন মানেন্তির ব্যাটে চাপ সামলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত সাংঘার ব্যাট থেকেই আসে জয়সূচক রান, যা রূপ নেয় বাঁধভাঙা উদযাপনে। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় অবশ্য হয়েছেন আরেকজন, দক্ষিণ অস্ট্রেলিয়ার পেসার ব্রেন্ডন ডগেট। ১১ উইকেট নিয়ে শেফিল্ড শিল্ড ফাইনালের ইতিহাসে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছেন তিনি।
এর আগে প্রথম দিন মাত্র ৮৫ রানে গুটিয়ে যাওয়া কুইন্সল্যান্ড দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় দারুণভাবে। জ্যাক ক্লেটন ও জ্যাক ওয়াইল্ডারমাথের সেঞ্চুরিতে ৪৪৫ রানে করে দক্ষিণ অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় তারা, কিন্তু পেরে উঠল না দলটি।
এই শিরোপার মাধ্যমে দক্ষিণ অস্ট্রেলিয়া প্রথমবারের মতো একই মৌসুমে শেফিল্ড শিল্ড ও ওয়ানডে কাপের শিরোপা জিতল। অধিনায়ক নাথান ম্যাকস্বিনি ও কোচ রায়ান হ্যারিসের নেতৃত্বে স্মরণীয় এক মৌসুম কাটাল দলটি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পৌরসভা নির্বাচনে ভোট কেনার অভিযোগে ব্রাজিল ফুটবলপ্রধানের অফিস ও বাসায় তল্লাশি
ব্রাজিলের উত্তরাঞ্চলের শহর রোরাইমায় ভোটে অনিয়ম তদন্তে বুধবার ‘অপারেশন কাইজা প্রেতা’ (ব্ল্যাক বক্স) শুরু করেছে দেশটির পুলিশ। ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, এই তদন্তে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির সাউদ অন্যতম সন্দেহভাজন।
২০২৪ সালে রোরাইমা পৌরসভা নির্বাচনে ভোট ক্রয়ের অভিযোগের তদন্তে নেমেছে ব্রাজিলের পুলিশ। সেখানকার ফেডারেল ডেপুটি হেলেনা লিমা এই তদন্তের কেন্দ্রবিন্দু, যা শুরু হয় গত বছর। তাঁর স্বামী ও ব্যবসায়ী রেইনালদো লিমা রোরাইমায় পৌরসভা নির্বাচনের আগে ৫ লাখ ব্রাজিলিয়ান রিয়ালসহ গ্রেপ্তার হন। সাউদ হেলেনা লিমার সহযোগী এবং তাঁরা একই রাজনৈতিক (এমডিবি) দলের সদস্য।
আরও পড়ুনরোনালদোর যে ‘খিদে কখনো কমে না’২ ঘণ্টা আগেসামির সাউদ, হেলেনা লিমা, রেইনালদো লিমা ও রোরাইমার যোগাযোগ অবকাঠামোর (ডিএনআইটি) সুপারিনটেনডেন্ট ইগো ব্রাসিল ছাড়াও আরও ৬ জন পুলিশের এই অভিযানের লক্ষ্যবস্তু। সিবিএফ সদর দপ্তর ছাড়াও সাউদের বাসায়ও অভিযান পরিচালনা করে পুলিশ।
সিবিএফ নিশ্চিত করেছে, ‘সকাল ৬টা ২৪ মিনিট থেকে ৬টা ৫২ মিনিটের মধ্যে সদর দপ্তরে পুলিশ এসেছে এবং এই অভিযান রোরাইমা নির্বাচনী আদালতের নির্দেশে শুরু হওয়া তদন্তের অংশ।’ সিবিএফ এটাও নিশ্চিত করেছে, ‘এই অভিযানের সঙ্গে সিবিএফ ও ব্রাজিলিয়ান ফুটবলের কোনো সম্পর্ক নেই।’ পাশাপাশি ‘সভাপতি সামির সাউদ তদন্তের কেন্দ্রবিন্দু নন’—এই কথাও জানানো হয়েছে সিবিএফের পক্ষ থেকে।
সিবিএফ সদরদপ্তরেও অভিযান চালায় ব্রাজিলের পুলিশ