ফরিদপুরের ভাঙ্গায় এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে ওই ছাত্রীর বাবা-চাচা, ভাইসহ প্রায় ৮-১০ জনের ওপরে হামলা ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। গতকাল সোমবার ঈদের দিন দুপুরে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-স্কুলছাত্রীর বাবা মোহাম্মদ গাফফার মিয়া (৫৬), চাচা সাত্তার মিয়া (৬১), ফুফাতো ভাই তাইমুর মাতুব্বর (১৯)। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে। এছাড়াও আরও পাঁচজন ভাঙ্গা হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার আলগী ইউনিয়নের হাজী হাসিয়ার রহমান উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে (১৭) প্রায়ই ইভটিজিং করতেন প্রতিবেশী সিয়াম মোল্লা (১৯), রিফাত মোল্লা (২০), সাকিব মোল্লা (২২)। গত পরশুদিন ওই ছাত্রী বাড়ি থেকে বের হলে আবারও তার সঙ্গে খারাপ আচরণ ও কু-প্রস্তাব দেয় ওই তরুণরা। বিষয়টি ছাত্রী তার পরিবারকে জানায়। পরবর্তীতে ভুক্তভোগী ছাত্রীর বাবা ও চাচা বিষয়টি অভিযুক্ত তরুণদের অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্যদেরকে জানান। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে ওই তরুণরা। রোববার ঈদের আগের দিন রাতে তারা ছাত্রীর বাড়িতে এসে আতশবাজি ফাটানো ও ঘরের চালায় ইট-পাটকেল নিক্ষেপ করে। বিষয়টি আবারও ওই তরুণদের অভিভাবকদের জানালে সোমবার দুপুরে ১০ থেকে ১২ জন ওই শিক্ষার্থীর বাড়িতে ঢুকে হামলা চালায়। হামলাকারীরা ওই শিক্ষার্থীর বাবা, চাচা ও ফুফাতো ভাইসহ সাতজন প্রতিবেশীকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় ও শিক্ষার্থীর বাড়িঘরসহ একাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে পালিয়ে যায়।

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন সমকালকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত প্রায় ৭-৮ জনের ভাঙ্গা হাসপাতালসহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইভট জ ক প য় জখম

এছাড়াও পড়ুন:

নীল সমুদ্রে দক্ষিণ আফ্রিকার নীল বেদনা, ভারত বিশ্ব চ‌্যাম্পিয়ন

অনুমিত চিত্রনাট্যই যেন অনুসরণ করল মুম্বাইয়ের ফাইনাল ম্যাচ। ভারতের জার্সি গায়ে দর্শকে ঠাসা গ্যালারি রূপ নিল নীল সমুদ্রে। ২২ গজে আরও একবার ভারতের আধিপত‌্য, শাসন। যেন শিরোপার পায়চারি অনেক আগের থেকেই। 

ব‌্যাটিংয়ে পর্বত ছুঁই-ছুঁই রান। এরপর স্পিনে ফুল ফোটালেন স্পিনাররা। দক্ষিণ আফ্রিকা লড়াই করল সাধ‌্যের সবটুকু দিয়ে। ব্যাটে-বলে সহজে হাল ছাড়ল না তারাও। হৃদয় জিতলেন। কিন্তু শেষ পর্যন্ত পাত্তাই পেল না। ভারতের শক্তি-সামর্থ‌্যের গভীরতার কাছে হার মানতেই হলো প্রোটিয়া নারীদের।

আরো পড়ুন:

৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে

কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস

মুম্বাইয়ের নাভি স্টেডিয়ামের নীল সমুদ্রে সব আতশবাজি আজ রাতে ফুটল ভারতের বিশ্বকাপ  উদ্‌যাপনে। প্রথমবার ভারতের নারী ক্রিকেট দল ওয়ানডেতে বিশ্ব চ‌্যাম্পিয়ন। ৫২ রানের বিশাল জয় বুঝিয়ে দেয় হারমানপ্রীত কৌর, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা কিংবা শেফালি বার্মা, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা ২২ গজকে কতটা আপন করে নিয়েছেন। শিরোপা জয়ের মঞ্চে ছাড় দেননি একটুও। ২০০৫ ও ২০১৭ বিশ্বকাপে যে ভুলগুলো হয়েছিল...সেগুলো আজ ফুল হয়ে ঝরল। 

বৃষ্টি বাঁধায় বিঘ্ন ম‌্যাচে আগে ব‌্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৯৮ রানের স্কোর পায় ভারত। ৪৫.৩ ওভারে অলআউট হওয়ার আগে ২৪৬ রান করতে পারে প্রোটিয়া নারীরা। নাডিন ডি ক্লার্ক শেষ ব‌্যাটসম‌্যান হিসেবে যখন আউট হলেন, স্টেডিয়ামের প্রায় ষাট হাজার ভারতীয় সমর্থকদের মুখে একটাই স্লোগান, চাক দে ইন্ডিয়া।

ওই জনসমুদ্রের স্লোগান, ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’। 

বিস্তারিত আসছে …

 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ