ফরিদপুরের ভাঙ্গায় এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে ওই ছাত্রীর বাবা-চাচা, ভাইসহ প্রায় ৮-১০ জনের ওপরে হামলা ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। গতকাল সোমবার ঈদের দিন দুপুরে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-স্কুলছাত্রীর বাবা মোহাম্মদ গাফফার মিয়া (৫৬), চাচা সাত্তার মিয়া (৬১), ফুফাতো ভাই তাইমুর মাতুব্বর (১৯)। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে। এছাড়াও আরও পাঁচজন ভাঙ্গা হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার আলগী ইউনিয়নের হাজী হাসিয়ার রহমান উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে (১৭) প্রায়ই ইভটিজিং করতেন প্রতিবেশী সিয়াম মোল্লা (১৯), রিফাত মোল্লা (২০), সাকিব মোল্লা (২২)। গত পরশুদিন ওই ছাত্রী বাড়ি থেকে বের হলে আবারও তার সঙ্গে খারাপ আচরণ ও কু-প্রস্তাব দেয় ওই তরুণরা। বিষয়টি ছাত্রী তার পরিবারকে জানায়। পরবর্তীতে ভুক্তভোগী ছাত্রীর বাবা ও চাচা বিষয়টি অভিযুক্ত তরুণদের অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্যদেরকে জানান। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে ওই তরুণরা। রোববার ঈদের আগের দিন রাতে তারা ছাত্রীর বাড়িতে এসে আতশবাজি ফাটানো ও ঘরের চালায় ইট-পাটকেল নিক্ষেপ করে। বিষয়টি আবারও ওই তরুণদের অভিভাবকদের জানালে সোমবার দুপুরে ১০ থেকে ১২ জন ওই শিক্ষার্থীর বাড়িতে ঢুকে হামলা চালায়। হামলাকারীরা ওই শিক্ষার্থীর বাবা, চাচা ও ফুফাতো ভাইসহ সাতজন প্রতিবেশীকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় ও শিক্ষার্থীর বাড়িঘরসহ একাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে পালিয়ে যায়।

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন সমকালকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত প্রায় ৭-৮ জনের ভাঙ্গা হাসপাতালসহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইভট জ ক প য় জখম

এছাড়াও পড়ুন:

জিআই সনদ পেলো কিশোরগঞ্জের পনির ও রাতাবোরো ধান 

ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সনদ পেয়েছে কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও জেলার ব্র্যান্ডিং পণ্য অষ্টগ্রামের পনির।

বুধবার (৩০ এপ্রিল) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সনদ গ্রহণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান।

অনুষ্ঠানে কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও পনিরসহ দেশের বিভিন্ন অঞ্চলের ২৪টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধন সনদ দেওয়া হয়।

আরো পড়ুন:

হাওরে ধানের বাম্পার ফলন, দাম কমে যাওয়ায় চিন্তায় কৃষক

আজারবাইজানের সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে সম্মত প্রধান উপদেষ্টা

শিল্প সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিশিষ্ট শিল্পী, অভিনেত্রী ও সঙ্গীত পরিচালক আরমিন মুসা ও বাংলাদেশ তাঁত বোর্ডের কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) ও নওগাঁ জেলার বদলগাছি উপজেলার নাকফজলি আমচাষি সমবায় সমিতির লোকজন।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও জেলার ব্র্যান্ডিং পণ্য অষ্টগ্রামের পনির ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি এ জেলার কৃষি ও খাদ্যশিল্পের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। এতে স্থানীয় এ দুটি পণ্যের মান ও খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হবে।

ঢাকা/রুমন/বকুল

সম্পর্কিত নিবন্ধ