ফরিদপুরের ভাঙ্গায় এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে ওই ছাত্রীর বাবা-চাচা, ভাইসহ প্রায় ৮-১০ জনের ওপরে হামলা ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। গতকাল সোমবার ঈদের দিন দুপুরে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-স্কুলছাত্রীর বাবা মোহাম্মদ গাফফার মিয়া (৫৬), চাচা সাত্তার মিয়া (৬১), ফুফাতো ভাই তাইমুর মাতুব্বর (১৯)। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে। এছাড়াও আরও পাঁচজন ভাঙ্গা হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার আলগী ইউনিয়নের হাজী হাসিয়ার রহমান উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে (১৭) প্রায়ই ইভটিজিং করতেন প্রতিবেশী সিয়াম মোল্লা (১৯), রিফাত মোল্লা (২০), সাকিব মোল্লা (২২)। গত পরশুদিন ওই ছাত্রী বাড়ি থেকে বের হলে আবারও তার সঙ্গে খারাপ আচরণ ও কু-প্রস্তাব দেয় ওই তরুণরা। বিষয়টি ছাত্রী তার পরিবারকে জানায়। পরবর্তীতে ভুক্তভোগী ছাত্রীর বাবা ও চাচা বিষয়টি অভিযুক্ত তরুণদের অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্যদেরকে জানান। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে ওই তরুণরা। রোববার ঈদের আগের দিন রাতে তারা ছাত্রীর বাড়িতে এসে আতশবাজি ফাটানো ও ঘরের চালায় ইট-পাটকেল নিক্ষেপ করে। বিষয়টি আবারও ওই তরুণদের অভিভাবকদের জানালে সোমবার দুপুরে ১০ থেকে ১২ জন ওই শিক্ষার্থীর বাড়িতে ঢুকে হামলা চালায়। হামলাকারীরা ওই শিক্ষার্থীর বাবা, চাচা ও ফুফাতো ভাইসহ সাতজন প্রতিবেশীকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় ও শিক্ষার্থীর বাড়িঘরসহ একাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে পালিয়ে যায়।

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন সমকালকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত প্রায় ৭-৮ জনের ভাঙ্গা হাসপাতালসহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইভট জ ক প য় জখম

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ