বাসিন্দাদের বের করে দিয়ে গাজার বড় অঞ্চল দখল করছে ইসরায়েল
Published: 2nd, April 2025 GMT
গাজায় সামরিক অভিযানের একটি বড় সম্প্রসারণের ঘোষণা দিয়েছে ইসরায়েল। ছিটমহলের বিশাল এলাকা দখল করে নিজেদের নিরাপত্তা অঞ্চলে যুক্ত করা হবে। পাশাপাশি ওইসব এলাকা থেকে ফিলিস্তিনের বের করে দেওয়া হবে। বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, ইসরায়েলি সেনারা ‘সন্ত্রাসী এবং অবকাঠামো ধ্বংস করার জন্য’ এলাকাগুলোতে যাবে এবং ‘দখল করা বিস্তৃত অঞ্চল ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা এলাকায় যুক্ত করা হবে।’
ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, কাটজ নিশ্চিত করেছেন যে রাফায় এখন অভিযান চলছে।
তবে কাটজের বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়নি যে ইসরায়েল কতটুক জমি দখল করতে চায়।
রাফাহ, উত্তর বেইত হানুন এবং বেইত লাহিয়ার বাসিন্দাদের পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর এই ঘোষণা এলো।
ইসরায়েলি বাহিনী ইতিমধ্যেই গাজার অভ্যন্তরে একটি উল্লেখযোগ্য বাফার জোন স্থাপন করেছে, যুদ্ধের আগে ছিটমহলের প্রান্তের চারপাশে বিদ্যমান একটি এলাকা সম্প্রসারণ করেছে এবং গাজার মাঝখানে তথাকথিত নেটজারিম করিডোরকে বৃহৎ নিরাপত্তা এলাকায় যুক্ত করেছে।
একই সময়ে, ইসরায়েলি নেতারা জানিয়েছেন, তারা ছিটমহল থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় চলে যাওয়ার সুবিধা প্রদানের পরিকল্পনা করছেন।
জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার বাসিন্দাদের বের করে দিয়ে সেখানে অবকাশযাপন কেন্দ্র তৈরির ঘোষণা দিয়েছিলেন। এ ঘটনায় আরব বিশ্ব থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। ট্রাম্প ওই সময় নিশ্চুপ হয়ে গেলেও মার্চ থেকে তার এজেন্ডা বাস্তবায়ন শুরু করে ইসরায়েল। ওই সময় থেকে গাজার বাসিন্দাদের ওপর নির্বিচারে হামলা শুরু করা হয় এবং বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের জোর করে বের করে দেওয়া হয়।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ব র কর ইসর য
এছাড়াও পড়ুন:
কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ
তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?
সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’
এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’
আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫