বাসিন্দাদের বের করে দিয়ে গাজার বড় অঞ্চল দখল করছে ইসরায়েল
Published: 2nd, April 2025 GMT
গাজায় সামরিক অভিযানের একটি বড় সম্প্রসারণের ঘোষণা দিয়েছে ইসরায়েল। ছিটমহলের বিশাল এলাকা দখল করে নিজেদের নিরাপত্তা অঞ্চলে যুক্ত করা হবে। পাশাপাশি ওইসব এলাকা থেকে ফিলিস্তিনের বের করে দেওয়া হবে। বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, ইসরায়েলি সেনারা ‘সন্ত্রাসী এবং অবকাঠামো ধ্বংস করার জন্য’ এলাকাগুলোতে যাবে এবং ‘দখল করা বিস্তৃত অঞ্চল ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা এলাকায় যুক্ত করা হবে।’
ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, কাটজ নিশ্চিত করেছেন যে রাফায় এখন অভিযান চলছে।
তবে কাটজের বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়নি যে ইসরায়েল কতটুক জমি দখল করতে চায়।
রাফাহ, উত্তর বেইত হানুন এবং বেইত লাহিয়ার বাসিন্দাদের পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর এই ঘোষণা এলো।
ইসরায়েলি বাহিনী ইতিমধ্যেই গাজার অভ্যন্তরে একটি উল্লেখযোগ্য বাফার জোন স্থাপন করেছে, যুদ্ধের আগে ছিটমহলের প্রান্তের চারপাশে বিদ্যমান একটি এলাকা সম্প্রসারণ করেছে এবং গাজার মাঝখানে তথাকথিত নেটজারিম করিডোরকে বৃহৎ নিরাপত্তা এলাকায় যুক্ত করেছে।
একই সময়ে, ইসরায়েলি নেতারা জানিয়েছেন, তারা ছিটমহল থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় চলে যাওয়ার সুবিধা প্রদানের পরিকল্পনা করছেন।
জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার বাসিন্দাদের বের করে দিয়ে সেখানে অবকাশযাপন কেন্দ্র তৈরির ঘোষণা দিয়েছিলেন। এ ঘটনায় আরব বিশ্ব থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। ট্রাম্প ওই সময় নিশ্চুপ হয়ে গেলেও মার্চ থেকে তার এজেন্ডা বাস্তবায়ন শুরু করে ইসরায়েল। ওই সময় থেকে গাজার বাসিন্দাদের ওপর নির্বিচারে হামলা শুরু করা হয় এবং বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের জোর করে বের করে দেওয়া হয়।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ব র কর ইসর য
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫