আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের বাছাই খেলতে পাকিস্তানের বিমান ধরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ৬ দলের লড়াই থেকে মাত্র দুটি দল ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট পাবে।

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) পাকিস্তানের বিমান ধরে নিগার সুলতানা জ্যোতির দল। ৯ এপ্রিল স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের যাত্রা। বাকি চার প্রতিপক্ষ হলো পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড ও আয়ারল্যান্ড।

বাংলাদেশ কোচ সরওয়ার ইমরান চোখ রাখছেন জয়ে, “পাকিস্তানে পাঁচটা ম্যাচই আমরা ওয়ান বাই ওয়ান জিততে চাই। সেখানে আমাদের সঙ্গে দুইটা শক্তিশালী দলের খেলা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান বাদে বাকি দলগুলোকেও আমরা ছোট করে দেখছি না, তবে তাদের বিপক্ষে জিতে কোয়ালিফাই করতে চাই।’’

আরো পড়ুন:

আবারো জরিমানা গুনলো পাকিস্তান

আইপিএলের জন্য ধোনির থাকা আবশ্যক: ক্রিস গেইল

সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিগার সুলতানা জ্যোতিদের সামনে সুযোগ ছিল তাদের হারিয়ে সরাসরির ভারতের টিকিট কাটা। কিন্তু সেবার ব্যর্থ হয় নারী দল। এবার দ্বিতীয় সুযোগ পেয়েছেন বাংলার মেয়েরা।

ঢাকা লিগ চলাকালীন মিরপুরে ক্যাম্প শুরু হয়েছিল মেয়েদের। ঈদেও ক্যাম্পে কাটিয়েছেন তারা। নিজেদের অনুশীলন নিয়েও সন্তুষ্ট বাংলাদেশ কোচ।

“ব্যাটিং উইকেটে কিভাবে বোলিং করতে হবে, বোলিং উইকেটে কিভাবে ব্যাটিং করতে হবে এসব। স্ট্রাইক রেট কিভাবে কী করতে হবে সবকিছুই আমরা অনুশীলন করেছি। এখানে ২৫০ রান প্লাস উইকেট হবে। আমি আশা রাখি আমাদের ব্যাটাররা এটা করতে সক্ষম হবে।”

পাঁচ দলের মধ্যে পাকিস্তান-উইন্ডিজ যথেষ্ট শক্তিশালী। অন্য তিন দল বাংলাদেশ অপেক্ষা দূর্বল। এই তিন দলের সঙ্গে পাকিস্তান-উইন্ডিজের কোনো এক দলকে হারাতে পারলেও বাংলাদেশের সম্ভাবনা বেড়ে যাবে।

ঢাকা/রিয়াদ/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

তিতুমীর কলেজে জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শনী

‎রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ এর অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টায় শহীদ বরকত মিলনায়তনে এ ডকুমেন্টারি প্রদর্শন হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমেদ, উপাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা ইসলাম, শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক এম এম আতিকুজ্জামান প্রমুখ।

আরো পড়ুন:

নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১২

‎ফাইল ট্র্যাকিং সিস্টেম কার্যক্রমকে আরো গতিশীল করবে: বেরোবি উপাচার্য

অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমেদ বলেন, “জন্মের পর থেকে দেখে এসেছি, জুলাই মাস ৩১ দিনের হয়ে থাকে। কিন্তু ২০২৪ সালে এসে দেখলাম, এই মাস ৩৬ দিনের। আজকের দিনটিকে শুধু একটি অনুষ্ঠান বলা কঠিন। কারণ আজকের প্রদর্শনী আমাদের বেদনার অতলে ডুবিয়ে দেবে, আমাদের অনেকের চোখে অশ্রু এনে দেবে।”

‎তিনি বলেন, “যারা অতীতে এ দেশ শাসন করেছে, তারা বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে। তারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে আমাদের উন্নতির পথ রুদ্ধ করেছে এবং জনগণের জীবনকে করেছে দুর্বিষহ। আজকের প্রদর্শনীতে আমরা প্রত্যক্ষ করছি কীভাবে প্রায় ২ হাজার প্রাণ ও ২৫ হাজার আহত ভাই-বোনের রক্ত ও ত্যাগে নির্মিত হয়েছে এক বেদনাদায়ক অধ্যায়।”

‎শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে তিনি আরো বলেন, “এই ৩৬ দিনের জুলাই আমাদের ইতিহাসের একটি স্মরণীয় দিন। কিন্তু এ রকম বেদনাদায়ক দিন যেন আর কখনো আমাদের জীবনে ফিরে না আসে, মহান আল্লাহর কাছে এই দোয়া করি।”

ঢাকা/হাফছা/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ