মুসল্লিদের বাধায় নয়, সমঝোতার ভিত্তিতে নাটক মঞ্চায়ন বাতিল হয়: পুলিশ
Published: 4th, April 2025 GMT
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মুসল্লিদের বাধায় ‘আপন দুলাল’ নাটকের মঞ্চায়ন বাতিল করার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছে পুলিশ।
শুক্রবার (৪ এপ্রিল) বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) গাজীপুরের কাপাসিয়া থানাধীন রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হকের নেতৃত্বে বাজারের লোকজন মিলে ঈদকে সামনে রেখে ‘আপন দুলাল’ নাটক মঞ্চায়ন করার জন্য মহড়া করা হয়। স্থানীয় বিএনপির জুনিয়র নেতারা নাটক মঞ্চায়নের উদ্যোগ নেওয়ায় দলের সিনিয়র নেতাদের সঙ্গে ঝামেলা সৃষ্টির আশঙ্কা ছিল। তাই, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমানের অনুরোধে উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হককে নাটক মঞ্চস্থ না করতে বলা হয়। নাটকের মহড়াকারীরা সিনিয়র নেতাদের কথা মেনে নাটক মঞ্চায়ন করা থেকে বিরত থাকেন।
প্রকৃতপক্ষে, নাটকের মঞ্চ ভাঙা হয়নি। উদ্যোক্তারা বিএনপির জুনিয়র ও সিনিয়র নেতাদের মধ্যে দ্বন্দ্বের আশঙ্কা থেকে সমঝোতার ভিত্তিতে নাটক মঞ্চস্থ করা থেকে বিরত থাকেন। কিন্তু, কিছু সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে।
সংবাদপত্রগুলো রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম আজিজুল হকের যে উদ্ধৃতি ছেপেছে, তা সঠিক নয় বলে দাবি করেছে পুলিশ।
ঢাকা/এমআর/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জুলাইয়ের ১১ নাটক নিয়ে শিল্পকলায় উৎসব
জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১টি নাটক নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ শুরু হচ্ছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব ২০২৫’। বৃহস্পতিবার শুরু হয়ে এ উৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। মোট ১১টি নাট্যদল উৎসবে অংশ নেবে।
প্রতিদিন সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাট্য প্রদর্শনী চলবে। প্রতিটি নাটক নির্মিত হয়েছে ২০২৪ সালের আন্দোলন ও সমকালীন সামাজিক বাস্তবতার পটভূমিতে।
‘বর্ষা বিপ্লব’ চেতনাকে উপজীব্য করে এ নাট্যোৎসবের পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়। নাট্য প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীর আগে কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে প্রবেশপত্র।
একটি নাটকের দৃশ্য। ছবি: নাট্যদলের সৌজন্যে