ডিসেম্বরে আসছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’
Published: 5th, April 2025 GMT
মার্কিন নির্মাতা জেমস ক্যামেরনের বহুলপ্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তি পাবে চলতি বছরের ১৯ ডিসেম্বর। তার আগে গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত সিনেমাকনে দেখানো হয় সিনেমাটির প্রথম ট্রেলার, যা এখনও দর্শকের জন্য উন্মুক্ত করা হয়নি। এটি জেমস ক্যামেরনের অ্যাভাটার সিরিজের তৃতীয় সিনেমা।
আগের কিস্তির মতো এবার দেরি হয়নি। কারণ অ্যাভাটার সিনেমার প্রায় সব কিস্তি তিনি একসঙ্গে শুট করেছেন। তাই সময়মতো মুক্তি পেতে চলেছে সিনেমাটি।
মার্কিন গণমাধ্যমসূত্রে জানা যায়, ‘সিনেমাকনে দর্শকদের থ্রিডি ট্রেলারে দেখানো হয় প্যান্ডোরার মনোমুগ্ধকর প্রকৃতি। সেখানে দেখা যায় দুটি নতুন নাভি উপজাতি– ‘উইন্ড ট্রেডার’ ও ‘ফায়ার পিপল’, যা দেখে উপস্থিত অনেক তারকাই মন্তব্য করেছেন– এবার আরও দুর্ধর্ষ কিছু আনতে যাচ্ছেন জেমস।
২০০৯ সালে অ্যাভাটার ও ২০২২ সালে ‘দ্য ওয়ে অব ওয়াটার’–দুটি সিনেমা ২ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। এবারও সে সাফল্য ধরে রাখতে চান নির্মাতা। যদি ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ও সেই লক্ষ্যে পৌঁছে যায়, তাহলে এটি হবে ইতিহাসের প্রথম সিরিজ, যার তিনটি সিনেমা ২ বিলিয়নের ক্লাবে থাকবে।
‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তি পাবে আগামী ১৯ ডিসেম্বর। এরপর ‘অ্যাভাটার ৪’ আসবে ২০২৯ সালের ২১ ডিসেম্বর। পঞ্চম ছবি আসবে ২০৩১ সালের ১৯ ডিসেম্বর। ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার শো টাইম আগের সিনেমা থেকে দীর্ঘ হতে চলেছে। এই সিনেমায় অভিনয় করেছেন জো সালদানা, কেট উইন্সলেট, সিগর্নি ওয়েভার, স্টিফেন ল্যাংসহ অনেকে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ড স ম বর
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫