বন্দরে এক প্রতিবন্ধী তরুণী (২৪) ফুসলিয়ে ধর্ষণ করেছে খোরশেদ আলম (৭০) নামের এক ব্যক্তি। ধর্ষণের শিকার ওই তরুণী এখন চার মাসের অন্তঃস্বত্ত্বা বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ২৪ নং ওয়ার্ড বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকায়। এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়েছে।

এলাকাবাসী জানান, বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকার মৃত মোহর আলীর ছেলে খোরশেদ আলম চার মাস আগে একই এলাকার এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে। ফলে তরুণীটি অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে, বমিসহ শারীরিক পরিবর্তন দেখা দেয়। এতে চিন্তিত হয়ে পড়ে তার পরিবার।

স্থানীয় ফার্মেসী থেকে ওষূধ এনে সেবনের পরও বমি না কমায় অবশেষে চিকিৎসকের স্মরণাপন্ন হন তারা। চিকিৎসক আলটা সনোগ্রাফির মাধ্যমে গর্ভ ধারণের বিষয়টি নিশ্চিত হন। এরপর কিশোরীর পরিবার বন্দর থানায় মামলা করেন। এ দিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর গা ঢাকা দেয় খোরশেদ।

 এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, মামলার পর থেকে খোরশেদ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ