সিলেটে বিলবোর্ড দেখানোর জন্য গাছের ডাল কাটায় বিএনপি নেতার পদ স্থগিত
Published: 5th, April 2025 GMT
সিলেট নগরে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিলবোর্ড স্থাপন করে পথচারীদের দৃষ্টিগোচর করতে সড়ক বিভাজকের গাছের ডাল কাটায় বিএনপির এক নেতার দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।
শনিবার বিকেলে বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। পদ স্থগিত হওয়া ওই নেতার নাম মো. আমির হোসেন। তিনি সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সিলেট মহানগরের কয়েকটি স্থানে রোড ডিভাইডারের গাছের ডাল কেটে আপনার (আমির হোসেন) ঈদের শুভেচ্ছা বিলবোর্ড লাগানো হয়েছে। ফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এতে আমির হোসেন দলীয় নির্দেশনা ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। বিষয়টি ইতিমধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে। আমির হোসেনের এই গর্হিত কাজের জন্য নির্দেশক্রমে আগামী তিন মাসের জন্য তাঁর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ স্থগিত করা হলো।’
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা আমির হোসেন ঈদের আগে নগরের মদিনা মার্কেট এলাকায় ঈদের শুভেচ্ছা জানিয়ে বিলবোর্ড লাগিয়ে ছিলেন। এ সময় বিলবোর্ড পথচারীদের দৃষ্টিগোচর করতে সড়ক বিভাজকে থাকা গাছের ডালপালা কেটে দেন তিনি। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে বিলবোর্ডটি সরিয়ে নেওয়া হয়েছিল।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম র হ স ন ব এনপ
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//