সিলেটে বিলবোর্ড দেখানোর জন্য গাছের ডাল কাটায় বিএনপি নেতার পদ স্থগিত
Published: 5th, April 2025 GMT
সিলেট নগরে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিলবোর্ড স্থাপন করে পথচারীদের দৃষ্টিগোচর করতে সড়ক বিভাজকের গাছের ডাল কাটায় বিএনপির এক নেতার দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।
শনিবার বিকেলে বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। পদ স্থগিত হওয়া ওই নেতার নাম মো. আমির হোসেন। তিনি সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সিলেট মহানগরের কয়েকটি স্থানে রোড ডিভাইডারের গাছের ডাল কেটে আপনার (আমির হোসেন) ঈদের শুভেচ্ছা বিলবোর্ড লাগানো হয়েছে। ফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এতে আমির হোসেন দলীয় নির্দেশনা ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। বিষয়টি ইতিমধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে। আমির হোসেনের এই গর্হিত কাজের জন্য নির্দেশক্রমে আগামী তিন মাসের জন্য তাঁর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ স্থগিত করা হলো।’
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা আমির হোসেন ঈদের আগে নগরের মদিনা মার্কেট এলাকায় ঈদের শুভেচ্ছা জানিয়ে বিলবোর্ড লাগিয়ে ছিলেন। এ সময় বিলবোর্ড পথচারীদের দৃষ্টিগোচর করতে সড়ক বিভাজকে থাকা গাছের ডালপালা কেটে দেন তিনি। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে বিলবোর্ডটি সরিয়ে নেওয়া হয়েছিল।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম র হ স ন ব এনপ
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত