স্ত্রীর বিরুদ্ধে মাথায় লাঠি দিয়ে আঘাত করে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তানিয়া আক্তার নামে গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত জুয়েল রানা (৩৬) ওই গ্রামের মজনু মিয়ার ছেলে। এ ঘটনায় আজ শনিবার তানিয়া আক্তারকে (২৫) আসামি করে হত্যা মামলা করা হয়েছে। 

জুয়েল রাজমিস্ত্রির কাজ করতেন। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ও আসামি তানিয়াকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, নিহত জুয়েল প্রায় ১৩ বছর আগে ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর গ্রামের তাইজুদ্দিনের মেয়ে তানিয়া আক্তারকে বিয়ে করেন। তাদের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। 

প্রতিবেশীরা জানান, ওই নারী ছিলেন সন্দেহবাজ। কোনো নারীর সঙ্গে কথা বললেই তানিয়া স্বামীকে সন্দেহ করতেন। এ নিয়ে প্রতি রাতেই স্বামী-স্ত্রীর ঝগড়া লেগে থাকত। গত শুক্রবার গভীর রাতে ঝগড়ার এক পর্যায়ে তানিয়া একটি লাঠি দিয়ে জুয়েলের মাথায় তিনটি আঘাত করে। এতে জুয়েল নিস্তেজ হয়ে ঘটনাস্থলেই মারা যান। প্রতিবেশীরা এসে জুয়েলকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সমকালকে বলেন, তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিনের কোন্দল ছিল। এর জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নিহতের মাথায় তিনটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ