স্ত্রীর বিরুদ্ধে মাথায় লাঠি দিয়ে আঘাত করে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তানিয়া আক্তার নামে গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত জুয়েল রানা (৩৬) ওই গ্রামের মজনু মিয়ার ছেলে। এ ঘটনায় আজ শনিবার তানিয়া আক্তারকে (২৫) আসামি করে হত্যা মামলা করা হয়েছে। 

জুয়েল রাজমিস্ত্রির কাজ করতেন। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ও আসামি তানিয়াকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, নিহত জুয়েল প্রায় ১৩ বছর আগে ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর গ্রামের তাইজুদ্দিনের মেয়ে তানিয়া আক্তারকে বিয়ে করেন। তাদের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। 

প্রতিবেশীরা জানান, ওই নারী ছিলেন সন্দেহবাজ। কোনো নারীর সঙ্গে কথা বললেই তানিয়া স্বামীকে সন্দেহ করতেন। এ নিয়ে প্রতি রাতেই স্বামী-স্ত্রীর ঝগড়া লেগে থাকত। গত শুক্রবার গভীর রাতে ঝগড়ার এক পর্যায়ে তানিয়া একটি লাঠি দিয়ে জুয়েলের মাথায় তিনটি আঘাত করে। এতে জুয়েল নিস্তেজ হয়ে ঘটনাস্থলেই মারা যান। প্রতিবেশীরা এসে জুয়েলকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সমকালকে বলেন, তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিনের কোন্দল ছিল। এর জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নিহতের মাথায় তিনটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে পুলিশ দেখে পালাতে গিয়ে সাবেক কাউন্সিলরের মৃত্যু

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের মৃত্যু হয়েছে। পরিবার বলছে, পুলিশ দেখে পালাতে গিয়ে অসুস্থ হয়ে তিনি মারা যান। তবে পুলিশ বলছে, তারা অন্য কাজে এলাকায় গিয়েছিল, ওই কাউন্সিলরকে ধরতে যায়নি। গতকাল বুধবার দিবাগত রাতে নগরের দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই কাউন্সিলরের নাম কামাল হোসেন (৫৫)। তিনি নগরের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং দাসপুকুর এলাকার বাসিন্দা। একসময় বিএনপির রাজনীতি করতেন। পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তবে দলে তাঁর কোনো পদ–পদবি ছিল না।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কামাল হোসেনের নামে চারটি মামলা হয়। তিনি এলাকায় থাকলেও গা ঢাকা দিয়ে থাকতেন। পরিবারের ধারণা, মামলা থাকায় পুলিশ দেখে ভয় পেয়ে কিংবা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

কামালের ছেলে সোহান শাকিল প্রথম আলোকে বলেন, ‘রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল। পুলিশ দেখে আমার বাবা তবজুল হক নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যান। তখন সিঁড়িতে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।’

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, ‘কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা আছে। তিনি আত্মগোপনে থাকতেন। শুনেছি রাতে তিনি মারা গেছেন।’

ওসি বলেন, রাতে দাসপুকুর এলাকায় পুলিশ গিয়েছিল। তবে কামালকে ধরতে যায়নি। পুলিশ গিয়েছিল অন্য কাজে। কিন্তু পুলিশ দেখে পালাচ্ছিলেন কামাল হোসেন। তখন হৃদ্‌রোগে তাঁর মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছেই আছে। তারা দাফনের ব্যবস্থা করছে।

সম্পর্কিত নিবন্ধ