দিনাজপুরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে এক তরুণের গ্রেপ্তার দাবি করে মহাসড়ক অবরোধ হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে সদর উপজেলার মোহনপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এদিকে ওই পোস্ট শেয়ার করা এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকের পর বিকেল ৩টার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।   

এসব তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান। তিনি বলেন, এ ঘটনায় অভিযুক্তকে আইনের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন। এছাড়া ওই পোস্ট শেয়ার করা এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

ওসি মতিউর রহমান আরও বলেন, মহানবী (সা.

)–কে নিয়ে কটূক্তির অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্তকে আটক করতে অভিযান চলছে। তবে এ ঘটনার পর থেকেই তরুণ ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত তরুণকে গ্রেপ্তারের দাবিতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করা হয়। 


 

উৎস: Samakal

কীওয়ার্ড: ক অবর ধ

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ