খাবার খেয়ে অসুস্থ অনেকে বিপদে গার্মেন্ট কর্মীরা
Published: 6th, April 2025 GMT
রংপুরের পীরগঞ্জ উপজেলায় দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। উপজেলার বড় আলমপুর ইউনিয়নের গাজী খাঁ দক্ষিণ সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এর মধ্যে অর্ধশতাধিক রোগী ভর্তি হয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সে। গতকাল রোববার ১০ জন চিকিৎসা নিয়েছেন। অসুস্থতার কারণে অনেক গার্মেন্ট কর্মী কর্মস্থলে ফিরতে না পেরে বিপদে রয়েছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার স্থানীয় গাজী খাঁ দক্ষিণ সোনারপাড়া গ্রামের লিটন মিয়ার বাড়িতে ছেলের আকিকার আয়োজন করা হয়। খাবার খেয়ে বিকেল থেকে অনেকের জ্বর, বমি, পেটব্যথা ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। শুরুতে সবাই বাড়িতে চিকিৎসা নিলেও শনিবার থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন অনেকে।
স্থানীয় বাসিন্দারা জানান, অসুস্থদের মধ্যে অর্ধশতাধিক ব্যক্তি গার্মেন্টে চাকরি করেন। তারা ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। সপ্তাহের শুরুতে ঢাকাসহ বিভিন্ন জেলায় কর্মস্থলে ফেরার কথা ছিল তাদের। কিন্তু অসুস্থতার
কারণে অনেকে ফিরতে পারেননি। ফলে চাকরি হারানোর শঙ্কায় আছেন তারা।
খাবার খেয়ে আসার পর রাত থেকে পাতলা পায়খানাসহ জ্বরে আক্রান্ত হন আজিজুল হক। তাঁর পরিবারের অন্যদেরও একই অবস্থা। শাফিউল ইসলামেরও একই উপসর্গ ছিল। তিনি বলেন, ‘আমি ঢাকায় গার্মেন্টে কাজ করি। আজ (রোববার) থেকে আমার অফিস খোলা হলেও অসুস্থতার জন্য যেতে পারিনি। জানি না চাকরি থাকবে কিনা।’
সপরিবারে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বাবুনপুর গ্রামের এনামুল হক। তাঁর স্ত্রী সালমা বেগম এবং দুই মেয়ে আদিবা ও আতিকাও অসুস্থ হয়ে পড়েন। স্বামী-স্ত্রী দু’জন গাজীপুরে গার্মেন্টে চাকরি করেন। ছুটি শেষ হলেও তারা ফিরতে পারছেন না।
খাবারের আয়োজন করা লিটন মিয়া বলেন, ‘আমরা খুব যত্নসহকারে খাবারের আয়োজন করেছিলাম। তারপরও কীভাবে কী হলো, কিছুই বুঝতে পারছি না। আমরা নিজেরাও অসুস্থ। এটি ষড়যন্ত্রও হতে পারে। নয়তো এমন হওয়ার কথা নয়।’
চলতি মৌসুমে ডায়রিয়ার প্রকোপ বেশি– জানিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তরিকুল ইসলাম মণ্ডল রিমন বলেন, শুক্রবার থেকে হঠাৎ খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত রোগীর ভিড় বেড়েছে। দাওয়াত খেয়ে অসুস্থ হওয়া পর্যন্ত অর্ধশতাধিক রোগী ভর্তি হয়েছেন। খাবারে এমন উপাদান থাকতে পারে, যা থেকে এ সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক বলেন, অতিরিক্ত গরমে গরুর মাংসে সমস্যা হতে পারে। বিষয়টি নিয়ে পুলিশ অনুসন্ধান অব্যাহত রেখেছে। শ্রমিকদের যাতে সমস্যা না হয়, সে জন্য যোগাযোগ করছে পুলিশ। স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে সমন্বয় করে ছাড়পত্রের ব্যবস্থা করা হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: স ব স থ য কমপ ল ক স
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট