লক্ষ্নৌ সুপার জায়ান্টের ২৩৮ রান তাড়া করেই ফেলেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ৪ রানে হেরেছে তারা। কলকাতার ইডেন গার্ডেনসে দেখা গেছে এই রান উৎসব ও দুর্দান্ত লড়াই।
লক্ষ্নৌ শুরুতে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে। ওপেনিংয়ে দলটির প্রোটিয়া ব্যাটার এইডেন মার্করাম ও অজি ব্যাটার মিশেল মার্শ ৯৯ রান যোগ করেন। মার্করাম ২৪ বলে ৪৭ রান করেন। চারটি চার ও দুটি ছক্কা আসে তার ব্যাট থেকে।
ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করা মার্শ ৪৮ বলে ৮১ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে পাঁচটি ছক্কার সঙ্গে ছয়টি চারের শট আসে।
বড় ঝড় তোলেন তিনে ব্যাট করা ক্যারিবীয় তারকা নিকোলাস পুরান। তিনি ৩৬ বলে ৮৭ রানের হার না মানা ইনিংস খেলেন। বাঁ-হাতি এই ব্যাটার আটটি ছক্কা ও সাতটি চারের শট মারেন।
জবাব দিতে নেমে কেকেআর শুরু থেকে ঝড়ো ব্যাটিং করেন। সুনীল নারিন ১৩ বলে ৩০ রান করেন। চারটি চার ও দুটি ছক্কা তোলেন। তিনে নামা অধিনায়ক আজিঙ্কা রাহানে ৩৫ বলে ৬১ রান করেন। তিনি আটটি চার ও দুটি ছক্কা মারেন।
ভেঙ্কেটেশ আইয়ার ২৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। তিনি ছয়টি চার ও একটি ছক্কা মারেন। শেষ ২ ওভারে জয়ের জন্য ৩৮ রান দরকার ছিল কেকেআরের। রিংকু সিং ১৫ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় ৩৮ রান করেন। কিন্তু হার্শিট রানা ৯ বলে ১০ রানের বেশি করতে না পারায় হেরেছে গত মৌসুমের চ্যাম্পিয়ন দলটি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫