লক্ষ্নৌ সুপার জায়ান্টের ২৩৮ রান তাড়া করেই ফেলেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ৪ রানে হেরেছে তারা। কলকাতার ইডেন গার্ডেনসে দেখা গেছে এই রান উৎসব ও দুর্দান্ত লড়াই।
লক্ষ্নৌ শুরুতে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে। ওপেনিংয়ে দলটির প্রোটিয়া ব্যাটার এইডেন মার্করাম ও অজি ব্যাটার মিশেল মার্শ ৯৯ রান যোগ করেন। মার্করাম ২৪ বলে ৪৭ রান করেন। চারটি চার ও দুটি ছক্কা আসে তার ব্যাট থেকে।
ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করা মার্শ ৪৮ বলে ৮১ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে পাঁচটি ছক্কার সঙ্গে ছয়টি চারের শট আসে।
বড় ঝড় তোলেন তিনে ব্যাট করা ক্যারিবীয় তারকা নিকোলাস পুরান। তিনি ৩৬ বলে ৮৭ রানের হার না মানা ইনিংস খেলেন। বাঁ-হাতি এই ব্যাটার আটটি ছক্কা ও সাতটি চারের শট মারেন।
জবাব দিতে নেমে কেকেআর শুরু থেকে ঝড়ো ব্যাটিং করেন। সুনীল নারিন ১৩ বলে ৩০ রান করেন। চারটি চার ও দুটি ছক্কা তোলেন। তিনে নামা অধিনায়ক আজিঙ্কা রাহানে ৩৫ বলে ৬১ রান করেন। তিনি আটটি চার ও দুটি ছক্কা মারেন।
ভেঙ্কেটেশ আইয়ার ২৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। তিনি ছয়টি চার ও একটি ছক্কা মারেন। শেষ ২ ওভারে জয়ের জন্য ৩৮ রান দরকার ছিল কেকেআরের। রিংকু সিং ১৫ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় ৩৮ রান করেন। কিন্তু হার্শিট রানা ৯ বলে ১০ রানের বেশি করতে না পারায় হেরেছে গত মৌসুমের চ্যাম্পিয়ন দলটি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ
তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?
সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’
এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’
আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫