লক্ষ্নৌ সুপার জায়ান্টের ২৩৮ রান তাড়া করেই ফেলেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ৪ রানে হেরেছে তারা। কলকাতার ইডেন গার্ডেনসে দেখা গেছে এই রান উৎসব ও দুর্দান্ত লড়াই। 

লক্ষ্নৌ শুরুতে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে। ওপেনিংয়ে দলটির প্রোটিয়া ব্যাটার এইডেন মার্করাম ও অজি ব্যাটার মিশেল মার্শ ৯৯ রান যোগ করেন। মার্করাম ২৪ বলে ৪৭ রান করেন। চারটি চার ও দুটি ছক্কা আসে তার ব্যাট থেকে। 

ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করা মার্শ ৪৮ বলে ৮১ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে পাঁচটি ছক্কার সঙ্গে ছয়টি চারের শট আসে। 

বড় ঝড় তোলেন তিনে ব্যাট করা ক্যারিবীয় তারকা নিকোলাস পুরান। তিনি ৩৬ বলে ৮৭ রানের হার না মানা ইনিংস খেলেন। বাঁ-হাতি এই ব্যাটার আটটি ছক্কা ও সাতটি চারের শট মারেন। 

জবাব দিতে নেমে কেকেআর শুরু থেকে ঝড়ো ব্যাটিং করেন। সুনীল নারিন ১৩ বলে ৩০ রান করেন। চারটি চার ও দুটি ছক্কা তোলেন। তিনে নামা অধিনায়ক আজিঙ্কা রাহানে ৩৫ বলে ৬১ রান করেন। তিনি আটটি চার ও দুটি ছক্কা মারেন। 

ভেঙ্কেটেশ আইয়ার ২৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। তিনি ছয়টি চার ও একটি ছক্কা মারেন। শেষ ২ ওভারে  জয়ের জন্য ৩৮ রান দরকার ছিল কেকেআরের। রিংকু সিং ১৫ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় ৩৮ রান করেন। কিন্তু হার্শিট রানা ৯ বলে ১০ রানের বেশি করতে না পারায় হেরেছে গত মৌসুমের চ্যাম্পিয়ন দলটি। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ক আর র ন কর ন

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ