আবু হুরায়রা (রা.) একবার একটি গায়েবি সাহায্যের ঘটনা বর্ণনা করেছেন। ঘটনাটি তিনি শুনেছেন মহানবী (সা.)-এর কাছে।
এক লোক মরুপ্রান্তরে সফর করছিলেন। এমন সময় হঠাৎ মেঘের ভেতর থেকে আওয়াজ শুনতে পেলেন যে অমুকের বাগানে পানি দাও। সঙ্গে সঙ্গে মেঘখণ্ডটি একদিকে সরে যেতে লাগল। এরপর নির্দিষ্ট জমিতে বৃষ্টি হলো। বৃষ্টির পানিতে সেখানকার একটা নালা ভর্তি হয়ে গেল। লোকটি এবার জলপ্রবাহের দিকে এগিয়ে গেলেন।
চলতে চলতে দেখলেন, পথের পাশে এক ব্যক্তি কোদাল দিয়ে পানি বাগানে সব দিকে ছড়িয়ে দিচ্ছে। জিজ্ঞেস করলেন, ওহে আল্লাহর বান্দা, আপনার নাম কী?
তিনি বললেন, আমার নাম অমুক।
আরও পড়ুনউম্মে সালামা (রা.): ইসলামের প্রথম যুগের মহীয়সী নারী০৭ এপ্রিল ২০২৫
এটা ছিল সেই নাম, যা তিনি মেঘের ভেতর শুনতে পেয়েছেন।
বাগানের মালিক এবার তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, আপনি কেন আমার নাম জানতে চাইলেন?
তিনি বললেন, যে মেঘের এই পানি, তার ভেতর থেকে আমি আওয়াজ শুনতে পেয়েছি। আপনার নাম নিয়ে বলা হয়েছে যে, অমুকের বাগানে পানি দাও। এরপর জিজ্ঞেস করলেন, আপনি এ বাগানের বিষয়ে এমন কী করেন, বলেন তো?
বাগানের মালিক বললেন, যেহেতু আপনি জানতে চাইছেন, তাই বলছি, প্রথমে আমি এই বাগানের উৎপন্ন ফসলের হিসাব করি। তারপর ফসলের এক-তৃতীয়াংশ সদকা করি, এক-তৃতীয়াংশ আমি ও আমার পরিবার-পরিজনের জন্য রাখি এবং এক-তৃতীয়াংশ বাগানের উন্নয়নে ব্যয় করি। (মুসলিম, হাদিস: ২,৯৮৪)
আরও পড়ুনআবদুর রহমান ইবনে আউফ (রা.) ছিলেন বিজ্ঞ ও সাহসী সাহাবি১৩ সেপ্টেম্বর ২০২৪উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চার দিনের জ্বরে ভুগে মারা গেল কিশোর
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের ফকিরহাট এলাকায় আশরাফুর রহমান (১৪) নামের এক কিশোর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। গত শুক্রবার সে জ্বরে আক্রান্ত হয়। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে পৌর সদরের জেনারেল হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যায়।
আশরাফুর রহমান ওই এলাকার মিজানুর রহমানের একমাত্র ছেলে। সে সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সীতাকুণ্ডে এই প্রথম একজন মারা গেল।
আশরাফুর রহমানের দাদা এম এ আলীম আলী প্রথম আলোকে বলেন, গত শুক্রবার তাঁর নাতির জ্বর আসে। সামান্য ব্যথাও ছিল। জ্বর কমছে না দেখে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁরা। সেখানে রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। এরপর আশরাফুরকে পৌর সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল সোমবার রাতে তার অবস্থার অবনতি হয়। আজ ভোর পাঁচটার দিকে সে মারা যায়। দুপুরে মডেল মসজিদ এলাকায় জানাজার নামাজ শেষে ফকিরহাট নলুয়া দিঘি এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আশরাফকে।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, তিনি হাসপাতালের দায়িত্বগত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। সোমবার সন্ধ্যা পর্যন্ত ওই কিশোর ভালো ছিল। আজ ভোর চারটার দিকে তার পাতলা পায়খানা ও খিঁচুনি হয়। এরপর তারা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে নেওয়ার পথে কিশোরটি মারা যায়।
সীতাকুণ্ডে আজ এক দিনেই ৬ জনের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন।