পানি উন্নয়ন বোর্ডে ২৭৭ পদে বড় নিয়োগ, আবেদন করেছেন কি
Published: 9th, April 2025 GMT
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ৬ পদে ২৭৭ কর্মী নিয়োগ দেবে। নবম থেকে ১৬তম গ্রেডের এসব পদে আবেদন চলছে। এসব পদে নারীদের আবেদন করার জন্য উৎসাহিত করেছে পানি উন্নয়ন বোর্ড।
পদের নাম ও বর্ণনা
১. পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর)পদসংখ্যা: ৫০
গ্রেড: নবম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
২. পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)পদসংখ্যা: ৬
গ্রেড: নবম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
আরও পড়ুনচার বিসিএসের জট কাটিয়ে এক বছরে পরীক্ষা শেষ করার চিন্তা পিএসসির১৭ ঘণ্টা আগে৩.পদের নাম: উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (পুর)/প্রাক্কলনিক
পদসংখ্যা: ১০২
গ্রেড-দশম
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
৪. পদের নাম: উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (যান্ত্রিক/বিদ্যুৎ)পদসংখ্যা: ২২
গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
৫. পদের নাম: হিসাবরক্ষকপদসংখ্যা: ১৯
গ্রেড-১২
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা।
এআই জেনারেটেড ছবিউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিসিআইসির নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কারখানায় জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার এ ফলাফল প্রকাশ করা হয়েছে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ১ আগস্ট অনুষ্ঠিত পরীক্ষা/বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীরা হলেন
* চিকিৎসা কর্মকর্তা: ১ জন; হিসাব/অর্থ/নিরীক্ষা কর্মকর্তা: ৪ জন; সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক): ১৪ জন; সহকারী রসায়নবিদ: ২ জন; সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ১৯ জন; সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১৮ জন; সহকারী প্রকৌশলী (সিভিল): ৪ জন; সহকারী প্রশাসনিক কর্মকর্তা: ১৩ জন; সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ৩ জন; সহকারী হিসাব/অর্থ/নিরীক্ষা কর্মকর্তা: ৮ জন; সহকারী বাণিজ্যিক কর্মকর্তা: ১০ জন; উপসহকারী রসায়নবিদ: ২৯ জন; উপসহকারী প্রকৌশলী (কেমিক্যাল): ২ জন; উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১৫ জন; উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ১৬ জন এবং উপসহকারী প্রকৌশলী (সিভিল): ৪ জন।
নির্বাচিত প্রার্থীদের নামে পরবর্তী সময় নিয়োগপত্র ইস্যু করা হবে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি পরবর্তীকালে বিসিআইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিসিআইসির ফলাফল দেখুন এখানে