ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত জসিম উদ্দিন (৪৫) মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

জসিম উদ্দিন উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁর লাশ সরাইল থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুনসরাইলে আহত ব্যক্তির মৃত্যুর গুজব ছড়িয়ে প্রতিপক্ষের বসতবাড়ি ও দোকানে লুটপাট, অগ্নিসংযোগ১৯ ঘণ্টা আগে

জসিমের মৃত্যুর খবরে গতকাল রাতেই তেরকান্দা গ্রাম ছেড়ে পালিয়ে যান অনেকেই। গরু-ছাগল, ধান-চাল ও বসতঘরের আসবাব নিয়ে আশপাশের গ্রামে আশ্রয় নিয়েছেন তাঁরা। গ্রামটি এখন প্রায় পুরুষশূন্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বাসিন্দারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.

মোশাররফ হোসাইন বলেন, গ্রামটিতে নতুন করে ভাঙচুর, লুটপাটসহ সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করে লাশ দাফন করা হবে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান প্রথম আলোকে বলেন, জসিম উদ্দিনের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের জিম্মায় লাশটি ময়নাতদন্ত চলছে। পরিস্থিতি শান্ত রাখতে গ্রামটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার ভোরে তেরকান্দা গ্রামে দুই দল মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে জসিম উদ্দিন গুরুতর আহত হন। বুধবার বেলা ৩টার দিকে জসিম উদ্দিন মারা গেছেন বলে গ্রামে গুজব ছড়িয়ে পড়ে। এ সংবাদে প্রতিপক্ষের বসতবাড়ি ও দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। পরে ইউএনও মোশাররফ হোসাইনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, তেরকান্দা গ্রামের আমীর আলীর বংশ এবং চান্দের বংশের লোকজনের মধ্যে কয়েক মাস ধরে বিরোধ চলে আসছে। এর মধ্যে এক সপ্তাহ আগে চান্দের বংশের এক তরুণের সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়। এ জন্য চান্দের বংশের লোকজন আমীর আলী বংশের লোকজনকে দায়ী করেন। এর জেরে দুই দিন ধরে সংঘর্ষে জড়ান উভয় পক্ষের লোকজন। এ সংঘর্ষে ইউএনও, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান, তিন পুলিশ কর্মকর্তাসহ উভয় পক্ষের অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত স ঘর ষ

এছাড়াও পড়ুন:

কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে কৃষকদের বিক্ষোভ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন কৃষকরা। এসময় তারা উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করেন। 

রবিাবর (১৪ সেপ্টেম্বর) দুপুরে ২টার দিকে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করেন কৃষকরা। একপর্যায়ে তারা ভূরুঙ্গামারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদকে অবরুদ্ধ করেন। বিকেল ৫টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্রের আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষকরা।

আরো পড়ুন:

বাগেরহাটে হরতাল কর্মসূচিতে পরিবর্তন

ফরিদপুরে মহাসড়ক ও রেলপথ অবরোধ, ভোগান্তি চরমে

আন্দোলনরত কৃষকরা জানান, তীব্র সার সংকট দেখা দিয়েছে। রোপা আমন ধানে সার দিতে না পেরে ক্ষতির মুখে পড়ছেন তারা। 

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, কৃষকরা বিকেল ৫টার দিকে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ইউএনও দীপ জন মিত্র জানান, কৃষকরা কেন সার পাচ্ছেন না, সেটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/বাদশাহ/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • পাবনায় পুলিশ দেখে পালালেন শিকারিরা, উদ্ধার ৪৫টি ঘুঘু অবমুক্ত
  • শেরপুরে বেশি দামে সার বিক্রি: ২ ব্যবসায়ীকে সোয়া লাখ টাকা জরিমানা
  • কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে কৃষকদের বিক্ষোভ