সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলো প্রায়ই রাজনৈতিকভাবে উসকে দেওয়া হয়: ধর্ম উপদেষ্টা
Published: 10th, April 2025 GMT
বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা ও অসহিষ্ণুতার ঘটনাগুলো বিক্ষিপ্ত এবং এগুলো প্রায়ই রাজনৈতিকভাবে উসকে দেওয়া হয় বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশ আয়োজিত ‘আন্তঃধর্মীয় সুধী সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সব ধর্মের নেতাদের অংশগ্রহণে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সুধী সমাবেশ হয়। ওয়ার্ল্ড কাউন্সিল অব চার্চেসের সেক্রেটারি জেনারেল রেভারেন্ড অধ্যাপক জেরি পিল্লাইয়ের বাংলাদেশে আগমন উপলক্ষে দেশে আন্তধর্মীয় সম্প্রীতিকে উৎসাহিত করা এবং ধর্মীয় ন্যায্যতা ও শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে এগিয়ে নিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি ধর্মীয় সম্প্রীতিসমৃদ্ধ দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ জাতি হওয়া সত্ত্বেও বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়সহ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। দেশের সংবিধান ধর্মনিরপেক্ষতা, ধর্মের স্বাধীনতা এবং সব নাগরিকের সমান অধিকারকে স্বীকার করে, যা আন্তঃধর্মীয় ঐক্য এবং সামাজিক শান্তির ভিত্তি তৈরি করে।
দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমাদের ভাষা আন্দোলন, স্বাধীনতাসংগ্রাম এবং চব্বিশের জুলাই বিপ্লব ছিল সব ধর্মের মানুষের ন্যায়বিচার, মর্যাদা এবং জাতীয় পরিচয়ের ঐক্যবদ্ধ লড়াই, এসব লড়াইয়ে সবাই ঐক্যবদ্ধ ছিল।’
সরকার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন, সংবিধানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত এবং বৈষম্য নিরোধ করা হয়েছে। এখানে ধর্মীয় উৎসব যেমন ঈদ, দুর্গাপূজা, বুদ্ধপূর্ণিমা ও ক্রিসমাস জাতীয়ভাবে উৎসাহের সঙ্গে উদ্যাপিত হয়। এ ছাড়া এখানে শিক্ষা ও সচেতনতা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তঃসম্প্রদায়ের উদ্যোগ রয়েছে।
‘আন্তঃধর্মীয় সুধী সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্য দেন ওয়ার্ল্ড কাউন্সিল অব চার্চেসের সেক্রেটারি জেনারেল রেভারেন্ড অধ্যাপক জেরি পিল্লাই। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
সমতায় শেষ বার্সেলোনা-ইন্টারের ৬ গোলের রোমাঞ্চকর থ্রিলার
স্পোর্টস ডেস্ক
ছয় বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ফিরেছে বার্সেলোনা। প্রতিপক্ষ এমন একটি দল, যারা শেষ তিন ম্যাচে হেরে কিছুটা কোণঠাসা। কিন্তু তারপরও ম্যাচটি হলো ড্র, জয় আসেনি। দারুণ দৃঢ়তা দেখিয়ে বার্সেলোনার মাঠ থেকে সমতা নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিলান। বুধবার রাতে মন্তুজুইকে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগের ম্যাচে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা।
বিস্তারিত আসছে..