জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন করে চাপে পড়েছে জাতীয় পার্টি (জাপা)। বিশেষ করে, দলীয় প্রধান জি এম কাদেরের ওপর নানামুখী চাপ দলটির নেতা-কর্মীদের শঙ্কায় ফেলেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই চাপ জাতীয় পার্টির কার্যক্রম সীমিত করে তুলেছে। পাশাপাশি আগামী নির্বাচনে দলটির অংশগ্রহণসহ দলটির রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে। যদিও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব বলছেন, চাপ যতই আসুক, তা মোকাবিলায় তাঁরা প্রস্তুত রয়েছেন।

গণ-অভ্যুত্থানের পর থেকেই জাতীয় পার্টিকে এড়িয়ে চলছিল অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বৈঠক, আলোচনায় জাতীয় পার্টিকে ডাকা হয়নি। ইতিমধ্যে বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচি পালনে বাধা ও হামলার মুখে পড়েছে দলটি। সর্বশেষ গত ২৩ মার্চ দলের চেয়ারম্যান জি এম কাদেরের ব্যাংক হিসাব জব্দ করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। তার এক দিন আগে জি এম কাদের ও তাঁর স্ত্রী শরীফা কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই চাপ জাতীয় পার্টির কার্যক্রম সীমিত করে তুলেছে। পাশাপাশি আগামী নির্বাচনে দলটির অংশগ্রহণসহ দলটির রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে।জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এম ক দ র দলট র

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ