আমিরাতে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছে ৮০ জন
Published: 11th, April 2025 GMT
বাংলাদেশের সঙ্গে সামঞ্জস্য ও জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের দুটি কেন্দ্রে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হওয়া এই পরীক্ষায় অংশ নিচ্ছে ৮০ শিক্ষার্থী।
দেশটির রাজধানী আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল থেকে ৫৩ জন ও রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে ২৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে।
আরো পড়ুন:
বাড়িতে বাবার লাশ রেখে দাখিল পরীক্ষা দিল ছেলে
এসএসসি পরীক্ষা: কুমিল্লায় ছাত্রের চেয়ে ছাত্রী বেশি ২৯ হাজার
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল থেকে অংশ নিয়েছে ৫৩ জন পরীক্ষার্থী। এরমধ্যে ৫২ জন বিজ্ঞান বিভাগের এবং একজন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী। ছাত্র-ছাত্রী অনুপাতে ২৪ জন ছাত্র ও ২৯ জন ছাত্রী অংশ নিচ্ছে এ বছরের পরীক্ষায়। পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত ৪৬ জন এবং অনিয়মিত ৭ জন।
শেখ খলিফা স্কুল ছাড়াও রাস আল খাইমাহ প্রদেশে বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের আরো একটি কেন্দ্রে একই সঙ্গে পরীক্ষা শুরু হয়েছে। যেখানে আমিরাত প্রবাসী শিক্ষার্থীরা বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী পরীক্ষা দিচ্ছে।
এই প্রতিষ্ঠান থেকে মোট ২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ১৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১২ জন পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে ১৬ জন ছাত্র ও ১১ জন ছাত্রী রয়েছে।
প্রথম দিনের পরীক্ষা সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সুবিধার্থে বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসনের সহায়তায় পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে যথাযথ নিরাপত্তা ও পরীক্ষার পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
কেন্দ্র পরিদর্শন শেষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের কমার্শিয়াল কাউন্সেলর আশিষ কুমার সরকার বলেন, “অত্যন্ত মনোরম ও শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশের সঙ্গে মিল রেখে একই দিনে পরীক্ষা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শিক্ষার্থীরা। প্রবাসে বেড়ে ওঠা প্রজন্ম তাদের নিজ দেশের পাঠ্যক্রমের সঙ্গে বেড়ে উঠছে, যা আমাদের জন্য আশা জাগানিয়া।”
দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা বলেন, শিক্ষার্থীরা সারা বছর কঠোর পরিশ্রম করেছে এবং ভালো ফলাফলের জন্য পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমরা আমাদের শিক্ষার্থীদের প্রতি গর্বিত। তারা প্রতিকূলতা স্বত্ত্বেও অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করেছে।
অভিভাবকরা বলছেন, প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বোর্ড পরীক্ষার এই সুযোগ তাদের মাতৃভূমির সঙ্গে শিক্ষাগত সংযোগ বজায় রাখতে সহায়তা করে।
ঢাকা/মুহাম্মদ শাহ জাহান/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এসএসস পর ক ষ র থ জন ছ ত র ন পর ক ষ আম র ত
এছাড়াও পড়ুন:
সরকারি পলিটেকনিকে ভর্তি: ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি উত্তীর্ণদের সুযোগ
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিভিন্ন ডিপ্লোমা শিক্ষাক্রমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রমের সময়সূচি ঘোষণা করেছে। এ কার্যক্রমের আওতায় সরকারি ডিপ্লোমা ইনস্টিটিউটগুলোতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন লাইভস্টক এবং ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট শিক্ষাক্রমে ভর্তিতে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভর্তির জন্য আবেদন করতে পারবেন ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। আবেদনের এ প্রক্রিয়া শুরু হবে আগামীকাল বুধবার (৩০ জুলাই) থেকে। আবেদনপ্রক্রিয়া চলবে ১৪ আগস্ট পর্যন্ত। আবেদনকারী শিক্ষার্থীরা ২১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
আরও পড়ুননটর ডেম কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, ও লেভেল শিক্ষার্থীদের আবেদন নয়, আসন ৩২৯০টি২৬ জুলাই ২০২৫ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ৪ সেপ্টেম্বরে। একই দিনে শুরু হবে প্রথম পর্যায়ের নিশ্চয়ন কার্যক্রম, যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ৯ সেপ্টেম্বর প্রথম পর্যায়ের মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে ১০ সেপ্টেম্বরের মধ্যে।
১১ সেপ্টেম্বর প্রকাশিত হবে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা। তালিকাভুক্ত শিক্ষার্থীদের সরাসরি ভর্তি কার্যক্রম চলবে ১৪ ও ১৫ সেপ্টেম্বরে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে।
আরও পড়ুনপ্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকের বেতন গ্রেড এক ধাপ বাড়ছে১৫ ঘণ্টা আগেপরবর্তী সময়ে শিক্ষার্থীরা ২২ ও ২৩ সেপ্টেম্বর পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন। শূন্য আসনের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর প্রকাশিত হবে তৃতীয় পর্যায়ের ফলাফল। তৃতীয় পর্যায়ের ভর্তি নিশ্চিত করতে হবে ২৫ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে এবং ভর্তি কার্যক্রম সম্পূর্ণরূপে শেষ হবে ২৯ সেপ্টেম্বর।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশিকা পাওয়া যাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর, টেকনিক্যাল এডুকেশন অধিদপ্তর এবং বিটিইবির ওয়েবসাইটে
আরও পড়ুনঅষ্টম শ্রেণিতে আবারও বৃত্তি পরীক্ষা ফিরছে, আছে প্রশ্নও২৮ জুলাই ২০২৫