নাটোর আদালতের মালখানা থেকে প্রায় ৩৭ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণ ও তিন ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে হেফাজতে নিলেও তদন্তের স্বার্থে তাদের পরিচয় নিশ্চিত করেনি। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতের কোনো এক সময় মালখানার তালা ভেঙে চুরির ঘটনাটি ঘটে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। 

ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন।

আরো পড়ুন:

নারায়ণগঞ্জে ৩ জনের বস্তাবন্দি লাশ উদ্ধার, আটক ১

ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

নাটোর সদর থানার ওসি মো.

মাহাবুর রহমান বলেন, “কোর্ট পুলিশ আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মালখানার তালা ভাঙা দেখতে পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায়। খবর পেয়ে পুলিশ সুপার আমজাদ হোসাইনসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেন।”

তিনি আরো বলেন, “চলতি বছরের ১৪ মার্চ ভোরে নাটোরের সিংড়ায় গাইবান্ধা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের গাড়ি তল্লাশি করে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করে পুলিশ। পরবর্তীতে আদালত এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন। ওই টাকাসহ মালখানায় থাকা ১০ ভরি স্বর্ণ ও তিন ভরি রুপার অলঙ্কার ছাড়া অন্যকিছু চুরি হয়নি।” 

এ ঘটনায় চারজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চোরদের শনাক্ত করতে সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে বলেও জানান ওসি মো. মাহাবুর রহমান।

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, “চুরি হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে।”

ঢাকা/আরিফুল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স বর ণ

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ