দুই দশকেরও বেশি সময় ধরে দেশের ব্যান্ডসংগীতে অবদান রাখছে ব্যান্ড দল ‘চিরকুট’। বাংলাদেশের পাশাপাশি বিদেশের মাটিতেও সুনাম ছড়িয়েছে চিরকুট। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালির কাছে চিরকুটের গান ও দলপ্রধান শারমিন সুলতানা সুমির কণ্ঠ মানেই অন্য রকম আবেগ। বেশকিছু অ্যালবাম ও গান দলটি প্রকাশ করেছে। আট বছর পর এবার চতুর্থ অ্যালবাম নিয়ে আসছে চিরকুট। এখন এক গানের চল। এমন সময় অ্যালবাম প্রকাশ সাহসী উদ্যোগ। 

অ্যালবামের ঘোষণা ও নাম আগেই এসেছিল। এবার জানা গেল চলতি মাসের শেষদিকে প্রকাশ পেতে যাচ্ছে তাদের নতুন এ অ্যালবাম। তবে অ্যালবামের নাম ‘পেন্ডুলাম’ থাকছে না। শিগগিরই আসছে নামের ষোষনা। 

সবশেষ ‘চিরকুট’ তাদের তৃতীয় অ্যালবাম বের করেছিল ২০১৭ সালে। অ্যালবামের নাম ছিল ‘উধাও’। যেখানে ‘টিভি’, ‘নিয়ম বুঝি না’, ‘উধাও’, ‘তারুণ্য’, ‘কেউ জোনাক জ্বালো’, ‘কাঁটাতার’সহ মোট ছয়টি গান ছিল। জানা গেছে,  অ্যালবামে থাকবে ১০টি গান। অ্যালবাম সম্পর্কে আগে সুমী বলেছিলেন, ‘অনেক যত্ন নিয়ে আমরা চতুর্থ অ্যালবামটি তৈরি করছি। দীর্ঘ বিরতির পর শ্রোতাদের জন্য অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছি বিষয়টি মনে হলে আনন্দ পাচ্ছি। 

নিজেদের চতুর্থ অ্যালবামের গানগুলো নিয়ে এ শিল্পী আরও বলেন, ‘চিরকুট আমাদের কাছে শুধু ব্যান্ড নয়, একটি পরিবার। এখন রাতদিন করে আমরা সবাই কাজ করছি। আমাদের সব পরিশ্রম শুধু ভক্তদের জন্য। তারা আমাদের কাছে সব। আশা করছি, নতুন অ্যালবামের প্রতিটি গান হৃদয় জুড়িয়ে দেবে। প্রায় গানে সমসাময়িক বিষয় তুলে আনার চেষ্টা ছিল; যা বিগত দিনে চিরকুটের গানে খুঁজে পেয়েছেন ভক্তরা। তাদের কথা মাথায় রেখে আমাদের চতুর্থ অ্যালবামের কাজ করেছি।’ 

সুমী গত ১০ এপ্রিল সামাজিক মাধ্যম ফেসবুকে লেখেন, ‘ভালোবাসা আর আবেগ দিয়ে আমাদের সকল প্রেরণার উৎস দেশ-বিদেশে অগণিত শ্রোতাদের জন্য তৈরি হয়েছে সম্পূর্ণ মৌলিক সম্পূর্ণ নতুন ১০টি গানের এ এ্যালবাম। মোট ২০টি গান তৈরি হয়েছিল। এর মধ্য থেকে ১০ টি বেঁছে ১০টি গান নির্বাচন করেছি।  আমাদের চেষ্টার কোন ত্রুটি রাখিনি। এ্যালবামের নামও চূড়ান্ত হয়েছে। আশা রাখি জানাবো আগামী সপ্তাহে। নতুন মুখ, নতুন গান; বাংলা নতুন বছরের প্রাক্কালে শেষ মুহূর্তের কাজে ব্যস্ত আমরা। নিজেদের ভাষায়, চিন্তায়, নিজেদের সৃষ্টির এ শীতল ছায়া ভ্রমন তৈরি করতে পারার আনন্দ অপার্থিব।   

 ২০১০ সালে নিজেদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ নিয়ে আত্মপ্রকাশ করে চিরকুট। এরপর তাদের দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’ প্রকাশ হয় ২০১৩ সালে। নিজেদের গানের পাশাপাশি চলচ্চিত্রে প্লেব্যাক করেও প্রশংসা কুড়িয়েছে দলটি। সে তালিকায় আছে ‘ডুব’ সিনেমার ‘আহা জীবন’, ‘আয়নাবাজি’ সিনেমার ‘না জানি দুনিয়া’, ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার ‘এ শহরের কাকটাও জেনে গেছে’ প্রভৃতি। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব য ন ড দল আম দ র

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ