‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ নামে নতুন দলের আত্মপ্রকাশ
Published: 11th, April 2025 GMT
গণতান্ত্রিক নাগরিক শক্তি নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। আজ শুক্রবার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এই দলের আত্মপ্রকাশ হয়। দলটির চেয়ারম্যান আব্দুল মালেক ফরাজী আগে গণ অধিকার পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন।
নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে আব্দুল মালেক ফরাজীর ৪৩ জন অনুসারী উপস্থিত ছিলেন। এর মধ্যে নারী ছিলেন দুজন। দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ মিয়াজী প্রথম আলোকে বলেন, দলটির চেয়ারম্যান আব্দুল মালেক ফরাজীর বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। তিনি ৪৩ বছর ধরে ফ্রান্সে ছিলেন। একসময় তিনি শিক্ষকতা করতেন। এখনো তাঁদের দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি বলেও জানান তিনি।
জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আব্দুল মালেক ফরাজীকে ২০২৩ সালের ২৩ নভেম্বর গণ অধিকার পরিষদের (ড.
নিজ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আব্দুল মালেক ফরাজী বলেন, কারও দালালি করার জন্য তিনি দল গঠন করেননি। দেশ রক্ষার জন্য যাঁরা রাজনীতি করেন, তাঁদের সঙ্গে তিনি থাকবেন।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন দলের পক্ষে একটি ঘোষণাপত্র পড়ে শোনান দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন খান। এতে বলা হয়, দেশে নানা ক্ষেত্রে সৃষ্টি হওয়া বহুস্তরবিশিষ্ট বৈষম্য লাঘব করে বাংলাদেশকে মানবিক উন্নয়নের প্রগতিশীল ধারা স্থাপনে দলটি কাজ করবে।
গণতান্ত্রিক নাগরিক শক্তি নামে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত দলের কর্মী–সমর্থকেরা। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবেউৎস: Prothomalo
কীওয়ার্ড: অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।