বাংলা নতুন বছর উলক্ষ্যে গান প্রকাশ করতে যাচ্ছেন কন্ঠশিল্পী এম এস দৌলা। গানের শিরোনাম ‘অভিযোগ’। আর গানের কথা লেখার পাশাপাশি ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ। এটি পহেলা বৈশাখে দৌলা প্রডাকশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। গানের ভিডিও নির্দেশনা দিয়েছেন মারুফ তানভীর। গানে দৌলার সঙ্গে মডেল হয়েছেন আনিকা।
নতুন গান প্রসঙ্গে দৌলা বলেন, ‘‘অভিযোগ’ শুধু একটি সঙ্গীত প্রজেক্ট নয়, এটি আমার অনুভূতির একটি এক্সপ্রেশন, যা শ্রোতাদের শোনার এবং অনুভব করার জন্য তৈরি। আশা করছি, গানটি সবাই ভালোভাবে গ্রহণ করবেন। এটি শ্রোতার মন ছুঁয়ে যাবে। গানটি পহেলা বৈশাখে আমার ভক্ত শ্রোতাদের জন্য ভালোবাসার উপহার।’
তিনি আরও বলেন, ‘ বৈশাখের প্রথম দিনটি যেমন নতুন শুরুর, আনন্দ এবং উদযাপনের দিন, তেমনি এই গানটি আপনাদের জন্য একটি নতুন অনুভূতির সূচনা হবে। শ্রোতারা সবসময়ই ভালোবাসা দিয়ে আসছেন। আপনাদের এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। তাই, এই গানটির মাধ্যমে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আশা করি, গানটি শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেবে।’
উৎস: Samakal
কীওয়ার্ড: নত ন গ ন
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত