কিংসকে প্রায় ছিটকে দিয়ে মোহামেডানের শিরোপা স্বপ্ন উজ্জ্বল করলেন দিয়াবাতে
Published: 12th, April 2025 GMT
বসুন্ধরা কিংস অ্যারেনার এক পাশের গোলপোস্টের পেছনের গ্যালারিতে কিংসের বিশাল এক পতাকা। পাশেই ফিলিস্তিনের পতাকা। ফিলিস্তিনের ছোট ছোট কয়েকটি পতাকাও চোখ কাড়ছিল। আরেক পাশের গ্যালারির মাঝখানে মোহামেডান আলট্রাস নামে বড় একটি ব্যানার। আশপাশে কিছু সমর্থকও সাদাকালোর। থেমে থেমে বাজছিল ঢোল বাদ্য।
গ্যালারিতে দর্শক উপস্থিতি দেখে অবশ্য মনে হচ্ছিল না বড় ম্যাচ। কিন্তু মাঠে দুই দলের লড়াইয়ের ঝাঁজটা ঠিকই থাকল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ রাউন্ডে পয়েন্ট তালিকার এক আর তিনের লড়াইটা জমেছিল ভালোই। দুই দলের খেলোয়াড়দের মধ্য উত্তেজনা ছাপিয়ে তা ছড়ায় দুই গ্যালারিতে।
সমর্থকেরা তেড়ে যান একে অন্যের দিকে। মাঝখানে কাঁটাতারের বেড়া থাকায় অপ্রীতিকর কিছু হয়নি। তবে পানির বোতল ছুড়ে মারা হয়েছে মাঠে। ম্যাচও বন্ধ ছিল মিনিট সাতেক।
আরও পড়ুনদ্বিতীয় লেগের শুরুতেও ঝলমলে মোহামেডান২১ ফেব্রুয়ারি ২০২৫উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ হাসি হাসল মোহামেডান। ১০ জনের কিংসকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো পেশাদার লিগ জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে সাদাকালোরা।
১৮ ম্যাচের লিগে ১১ রাউন্ড শেষে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মোহামেডান। দুইয়ে থাকা আবাহনীর পয়েন্ট ২৬। আবাহনী আজই ওয়ান্ডারার্সকে ৪-১ গোলে হারিয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল করেছেন জোড়া গাল। অন্য দুটি গোল সুমন রেজা ও মোহাম্মদ হৃদয়ের।
শিরোপা জয়ের স্বপ্ন উজ্জ্বল করল মোহামেডান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অপেক্ষায় সৌমি
শোবিজের পরিচিত মুখ সেমন্তী সৌমি। ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা ১০ জনের একজন ছিলেন সেমন্তী সৌমি। এরপর মডেল হন গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে। এর মাধ্যমে দর্শক প্রথম তাঁকে টিভিপর্দায় দেখেন। সিনেমাতেও অভিষেক হয়েছে তাঁর। জুঁতসই সিনেমা না থাকায় আলো ছড়াতে পারেননি। তবে থেমে থাকছেন না তিনি। চেষ্টায় সেরাটা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন।
সৌমি বলেন, ‘নাটকে অভিনয় করছি নিয়মিত। ওয়েব কনটেন্টেও কাজ করছি। চলচ্চিত্রে সেভাবে নেই। আসলে চলচ্চিত্র তো বড় স্কেলের। সেখানে কাজ করলে তেমন ছবি আর গল্পের হওয়া লাগবে। আমি এখন তেমন গল্পের ছবির অপেক্ষায় আছি। আমার বিশ্বাস, ঠিকই একদিন দারুণ সুযোগ চলে আসবে।’ ভালো গল্পের সিনেমায় অপেক্ষায় থাকা সৌমির ওটিটি সিরিজে অভিনয়ের খবর চাউর হয়েছে। ভিকি জাহেদের একটি ওয়েব সিরিজে কাজ করছেন বলে গুঞ্জন উঠেছে। যেখানে সহশিল্পী হিসেবে থাকছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা। যদিও কাজটির বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
সিরিজটি সম্পর্কে জানতে চাইলে নীরব থেকেছেন। সৌমিকে প্রথম দেখা যায় ‘অস্তিত্ব’ সিনেমায়। পূর্ণ নায়িকা হিসেবে তাঁকে পাওয়া যায় ‘বয়ফ্রেন্ড’-এ। এতে তাঁর নায়ক ছিলেন তাসকিন রহমান। সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে।