হিন্দি সিনেমা ‘উইডোজ শ্যাডো’র প্রচারে ব্যবহৃত হয়েছে বাংলাদেশের একটি বাংলা গান। বাংলাদেশি সংগীতশিল্পী আরমীন মুসার গাওয়া এই গানের শিরোনাম ‘নিদ্রাহীন’। ১৮ এপ্রিল ছবিটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তার আগেই ট্রেলারে শোনা যাচ্ছে গানটি। ছবিটির পরিচালক সুমন অধিকারী। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শঙ্কলিতা রায় ও পলক কায়াথ।

বিদেশি ভাষার ছবির প্রচারণায় তাঁর গানের এমন ব্যবহারে বেশ আনন্দিত আরমীন মুসা। গতকাল বিকেলে আরমীন জানান, ২০১৫ সালে গানটিতে প্রথম কণ্ঠ দেন তিনি। আরমীন বলেন, ‘হিন্দি ভাষার সিনেমায় আমার গান, সত্যি খুবই ভালো লাগছে। যেকোনো দেশের সঙ্গে কোলাবরেশন সত্যিই স্পেশাল লাগে। সব সময় ভেবেছি, বাংলা গান বিভিন্ন দেশে নিয়ে যাওয়াটা খুবই জরুরি। যখন যুক্তরাষ্ট্রে ছিলাম, সেখানকার সংগীতের বন্ধুদের সঙ্গেও বাংলা গান গেয়েছি। এই গানটা অবশ্য আমি একাই পিয়ানো বাজিয়ে গেয়েছি।’

আরমীন মুসা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আরম ন

এছাড়াও পড়ুন:

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে কর্মকর্তা নিয়োগ, বেতন ৫১,০০০ টাকা

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ৩টি পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্থায়ী ভিত্তিতে এসব পদে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর ২০২৫।

পদের নাম ও বিবরণ

১. সহকারী ব্যবস্থাপক (সিস্টেম)
পদসংখ্যা: ০১
২. সহকারী ব্যবস্থাপক (সাইবার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন)
পদসংখ্যা: ০১

৩. সহকারী ব্যবস্থাপক (জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং)
পদসংখ্যা: ০১
বেতন-ভাতা (সব পদের জন্য): ৫১,০০০ টাকা।
বয়সসীমা (সব পদের জন্য): সর্বোচ্চ ৩২ বছর।

আরও পড়ুন‘দই মই’ অর্থনীতি–‘ক্লাউড সিডিং’–পিএস মাহসুদ ও বুরেভেসতনিক কী৩০ অক্টোবর ২০২৫

আবেদনের শেষ সময়

১৫ নভেম্বর ২০২৫

আগ্রহী প্রার্থীগণকে উল্লিখিত পদগুলোর Terms of Reference (ToR) দেখার জন্য পিকেএসএফ ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নেই৩০ অক্টোবর ২০২৫আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০৩০ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ