‘যদি তুমি এটা বানাও, সে আসবে’: সেই মাঠ, সেই ডাক আর এক অলৌকিক গল্প
Published: 14th, April 2025 GMT
রুপালি পর্দার এ গল্প আপনার, আমার; আমাদের মতো খেলাপ্রেমী সবার। এ গল্প ছোটবেলায় শোনা খেলার জগতে মস্ত বড় সব তারকাকে বাড়ির পাশে নামিয়ে আনার। এ গল্প বাবা-ছেলেরও; খেলার মোহনায় মন মিলিয়ে পাঁজরায় টান লাগার। গল্পের ভেতরের গলি-ঘুপচিগুলো আপনি দেখবেন অপলক চোখে, কেমন চেনা চেনা লাগে! কখনোসখনো চোখ দুটো ভিজে এলে, পলক ফেলার মাঝে মনে হবে, গল্পটা আসলে আমার।
অথচ আপনার না–ও হতে পারে। সব খেলাপ্রেমীর গল্প কি এক হয়! কিন্তু খেলার প্রতি টানটা তৈরি হয় একই বুনটের ভালোবাসায়। কারও কারও সেই ভালোবাসার শুরু শৈশবে বাবার কাছে খেলার কিংবদন্তিদের গল্প শুনে ঘুমিয়ে পড়তে পড়তে।
রে কিনসেলার বাবাও ছিলেন বেসবলের মস্ত ভক্ত। নিজে খেলোয়াড় হতে চেয়েছিলেন। যেতে পেরেছিলেন মাইনর লিগ অবধি। ছেলে তো সেটুকুও মাড়াননি। ষাটের দশকে রক ও হিপ্পিদের সময়ে কোনোমতে লেখাপড়ার পাট চুকিয়ে কৃষক হয়েছেন। বউয়ের বুদ্ধিতে লোন নিয়ে কয়েক একর জমি কিনে ভুট্টার চাষ করেন আইওয়ায়। ফুটফুটে একটা মেয়েকে নিয়ে কিনসেলার সবকিছু ভালোই চলছিল। কিন্তু একদিন কানের পাশে কে যেন ফিসফিস করে কথা বলে ওঠে! এভাবে পরের দিন, প্রতিদিন!
কিনসেলার ভাষায়, তাঁর আগে তিনি কোনো দিন পাগলাটে কিছু করেননি।
সেই পাগলামিটা বেসবল নিয়ে। তবে সিনেমাটা দেখতে বেসবল সম্পর্কে কিছু না জানলেও চলবে। যাঁর যে খেলা পছন্দ, বেসবলের জায়গায় মনে মনে সেই খেলাটি বসিয়েও অনায়াসে দেখতে পারেন।
রে কিনসেলার চরিত্রে অভিনয় করেন কেভিন কস্টনার। খেতের ভেতর ফিসফিস কণ্ঠটি শুনতে পায় কিনসেলা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫