ঢাকার আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ৩০টি কক্ষ ও ২টি দোকান পুড়েছে। তবে, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রবিবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় রবিনের মালিকানাধীন শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, রবিবার রাতে একটি টিনশেড ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা পাশের টিনশেড ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের আগে ৩০টি কক্ষ ও ২টি দোকান পুড়ে যায়। 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পানি সংকটের কারণে আগুন নেভাতে বেশি সময় লেগেছে। 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বলেছেন, গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ঢাকা/সাব্বির/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ