তিন নারীর চুল কেটে দিল দোকানি, রড দিয়ে পিটুনির ভিডিও ভাইরাল
Published: 14th, April 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সড়ক বাজারে তিন নারীর মাথার চুল কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় দোকানি সুমন দাস চুরির অভিযোগ তুলে এমন ঘটনা ঘটিয়েছেন। রোববার রাড়ে ৮টার দিকে এনসিসি ব্যাংকের নিচে চাঁদপুর এলুমিনিয়াম স্টোরের সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, চুরির অপবাদ দিয়ে সুমন দাস ও তার সহযোগী মো. রাব্বি নারীদের মাথার চুল কেটে নেন। শুধু তাই নয়, সঙ্গে থাকা একটি শিশুসহ তিন নারীকে প্লাস্টিকের পাইপ ও রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এ সময় উপস্থিত স্থানীয়রা মারধর ও চুল কাটতে সুমন দাসকে বাধা দেন। তখন দোকানি সুমন উল্টো তাদের হুমকি দেন। এ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে পরে ভাইরাল পড়ে।
জানা গেছে, মেসার্স এস.
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এক নারীর চুল কাটছেন সুমন দাস। এ সময় অন্য দুই নারীকে আটকে রাখা হয়। এ ঘটনায় স্থানীয়রা পুলিশে অভিযোগ দায়ের করেন।
আখাউড়া থানার উপ-পরিদর্শক কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখনও মূল অভিযুক্ত সুমন দাসকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষুব্ধ স্থানীয়রা। সোমবার সকালে আখাউড়া থানার সামনে জড়ো হয়ে স্থানীয়রা অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ ও চিহ্নিত অভিযুক্তদের তালিকা তৈরি করেছে পুলিশ।
আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন বলেন, ‘অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। পুলিশি অভিযান চলমান রয়েছে। ভিডিও ফুটেজ ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
উৎস: Samakal
কীওয়ার্ড: ব র হ মণব ড় য় স মন দ স
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//