নায়ক তো থাকেনই তবে সিনেমায় পার্শ্বচরিত্রের ভূমিকাও কম নয়। তবে বাংলা সিনেমায় পার্শ্বচরিত্র অনেক সময়ই থেকেছে উপেক্ষিত। ব্যতিক্রম এবারের ঈদের সিনেমায়, নজর কেড়েছেন পার্শ্বচরিত্রের অভিনয়শিল্পীরাও। ঈদে মুক্তি পাওয়া প্রায় সব সিনেমাতেই ছিল তাঁদের সরব উপস্থিতি। জেনে নেওয়া যাক পার্শ্বচরিত্রে আলো ছড়ানো ৭ অভিনয়শিল্পীর কথা।

শহীদুজ্জামান সেলিম
গত কয়েক বছর বড় পর্দায় নিয়মিত শহীদুজ্জামান সেলিম। দুর্দান্ত অভিনয় করেন তিনি। কিন্তু অনেক সময়ই তাঁর চরিত্রগুলো একই রকম হয়ে যায়। এবারের ঈদের তিন সিনেমায় ‘বরবাদ’, ‘দাগি’ ও ‘জংলি’তে দেখা গেছে। এর মধ্যে ‘বরবাদ’ ও ‘জংলি’তে তাঁকে আইনজীবীর ভূমিকায় দেখা গেছে। ‘বরবাদ’-এর চরিত্রটিতে ছোট্ট হলেও দর্শকের মনোযোগ আকর্ষণ করতে পেরেছেন তিনি তবে ‘জংলি’তে তাঁর চরিত্রটি হঠাৎ কেন খলনায়কের ভূমিকা নেয় পরিষ্কার নয়।

শহীদুজ্জামান সেলিম। ছবি: আশরাফুল আলম.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প র শ বচর ত র

এছাড়াও পড়ুন:

খেলার মাঠে নুসরাত ফারিয়া, ব্যক্তিত্বের খুঁজে পূজা চেরি

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাদের কাজের খবরসহ ব্যক্তি জীবনের নানা ঘটনা। কখনো কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।

টেবিল টেনিস খেলার তিনটি ছবি শেয়ার করে অভিনেত্রী নুসরাত ফারিয়া লিখেছেন, ‘নতুন কিছুর জন্য প্রস্তুতি চলছে।’

পূজা চেরি লিখেছেন, ‘যে জায়গায় নিজের ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যায় না, সে জায়গা এড়িয়ে চলাই ভালো আমি মনে করি।’

অভিনেত্রী কাজী নওশাবা লিখেছেন, ‘শিল্পীদের উপর হামলা কোনভাবেই মেনে নেওয়া যাবে না! সঠিক নিরাপত্তা মনোনয়ন করুন।’

সামনে কেক নিয়ে অভিনেত্রী বর্ষা লিখেছেন, ‘যখন আমি আমার জন্মদিনের কেক খাই।’

নতুন ফটোশুটের তিনটি ছবি শেয়ার করে অভিনেত্রী মৌসুমী হামিদ লিখেছেন, ‘কালো সবসময়ই অভিজাত’।

স্ত্রীর বেবি সাওয়ারে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার চিহ্ন।

স্বামী সন্তানের সঙ্গে ছবিটি পোস্ট করে সংগীতশিল্পী টিনা রাসেল লিখেছেন, ‘আমার পুরা দুনিয়া।’

কালো পাঞ্জাবি নিজের তিনটি ছবি শেয়ার করে অভিনেতা সজল লিখেছেন, ‘কালো সব সময়ই ভালো।’

সম্পর্কিত নিবন্ধ

  • খেলার মাঠে নুসরাত ফারিয়া, ব্যক্তিত্বের খোঁজে পূজা চেরি
  • খেলার মাঠে নুসরাত ফারিয়া, ব্যক্তিত্বের খুঁজে পূজা চেরি