জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইসলামী পাঠাগারের উদ্যোগে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ইসলামী বইমেলা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বইমেলার উদ্বোধন করেন জাবি উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “এই পথ দিয়ে হেঁটে গেলে হয়তো কারো চোখে একটি বই পড়ে যেতে পারে, আর সেই বই-ই তার জীবন বদলে দিতে পারে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। জ্ঞানের জগৎ অনেক বিস্তৃত, আর সেই জগতে প্রবেশের সবচেয়ে সহজ পথ হচ্ছে বই।”

আরো পড়ুন:

নববর্ষে জাবিতে গাজার মানচিত্র এঁকে গণহত্যার অভিনব প্রতিবাদ 

জাবিতে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত 

তিনি বলেন, “এ ধরনের আয়োজন ছাত্র-ছাত্রীদের জ্ঞানচর্চার প্রতি আগ্রহী করে তোলে। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী পাঠ্যসূচির বাইরের বইও পড়ুক। যাতে তারা চিন্তাশীল, মানবিক ও বুদ্ধিবৃত্তিকভাবে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।”

মঙ্গলবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় কুরআন, হাদিস, সিরাত, ইসলামি সাহিত্য, ইতিহাস, গবেষণা, আত্মউন্নয়ন ও শিশুসাহিত্যসহ বিভিন্ন বিষয়ে শতাধিক বই প্রদর্শন ও বিক্রয়ের জন্য রাখা হয়েছে। এতে অংশ নিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ১৮টি ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান।

বইমেলাকে কেন্দ্র করে থাকছে লেখক-পাঠক আড্ডা, কুইজ প্রতিযোগিতা, বই প্রদর্শনী, দাওয়াহ ক্যাম্পেইন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

জাবি ইসলামী পাঠাগারের পরিচালক ও মাইক্রোবায়োলজি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা মত ও সংস্কৃতির চর্চা থাকলেও ইসলামী শিক্ষা ও সংস্কৃতির সুযোগ খুবই সীমিত। জাবি ইসলামী পাঠাগার সেই শূন্যতা পূরণে কাজ করে যাচ্ছে। এবারের বইমেলা সে প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে আমরা মনে করি।”

তিনি বলেন, “প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত আলেম, লেখক, প্রকাশক ও অ্যাক্টিভিস্টদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ হবে মুখরিত ও প্রাণবন্ত।”

ঢাকা/আহসান/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বইম ল ইসল ম

এছাড়াও পড়ুন:

সারা দেশে সাত দিনে যৌথ বাহিনীর অভিযানে আটক ২৮৮

ঢাকাসহ সারা দেশে বিগত সাত দিনে অভিযান চালিয়ে ২৮৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। বিভিন্ন অপরাধের ঘটনায় তাঁদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেলসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ থেকে ৩১ জুলাই পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনের ইউনিট এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ ২৮৮ জনকে আটক করা হয়।

আইএসপিআর জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে ১৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৫৬টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ২টি ককটেল, ৩টি ম্যাগাজিন, মাদকদ্রব্য, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, চোরাই মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম পরিচালনার জন্য তাঁদের সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিতে অনুরোধ জানানো হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ