Risingbd:
2025-11-02@23:01:49 GMT

মোহামেডানে খেলবেন মোস্তাফিজ 

Published: 15th, April 2025 GMT

মোহামেডানে খেলবেন মোস্তাফিজ 

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দলবদলের সময় কোনো দলই মোস্তাফিজুর রহমানে প্রতি আগ্রহ দেখায়নি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য তাকে পুরো আসরে পাওয়া যাবে না এমন ভাবনায় মোস্তাফিজকে নেয়নি কেউ।

অবশেষে সুপার লিগে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলটির জার্সিতে আজ মিরপুরে অনুশীলনও করেন এই পেসার। ক্লাবের একটি সূত্র রাইজিংবিডিকে নিশ্চিত করেছে। 

জাতীয় দলের খেলা থাকয় মোহামেডান ভুগছে তারকা শূন্যতায়। মেহেদী হাসান মিরাজসহ নিয়মিত একাদশের ৭ জন নেই দলে। মোস্তাফিজের অন্তর্ভুক্তি দলটির জন্য অবশ্য কিছুটা হলেও স্বস্তি ফেরাবে।

আরো পড়ুন:

শীর্ষে এনামুল-রাকিবুল

শাস্তি ও জরিমানা বাড়ল তাওহীদের, মোহামেডানের নিষেধাজ্ঞা তুলে নিতে আপিল

১১ ম্যাচে নয় জয়ে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। সমান পয়েন্ট নিয়ে আবাহনী শীর্ষে। ১৭ এপ্রিল সুপার লিগের প্রথম দিন মিরপুরে মোহামেডানের প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ। 

ঢাকা/রিয়াদ/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ