রাজধানীর গাবতলীতে কাভার্ড ভ্যানের এক চালককে মারধর করার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পৌনে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন পরিবহন শ্রমিকেরা। এ সময় আশপাশের এলাকায় যানজট দেখা দেয়। পরে পুলিশের আশ্বাসে শ্রমিকেরা সড়ক ছেড়ে দেন।

কয়েকজন পরিবহন শ্রমিক সাংবাদিকদের বলেন, সকাল ৯টার দিকে গাবতলী প্রধান সড়কে কাভার্ড ভ্যানের কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট চালকের বিরুদ্ধে মামলা দিতে যান। এ নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে থাকা দুই ট্রাফিক সদস্য চালককে মারধর করেন।

এ খবর ছড়িয়ে পড়লে পরিবহন শ্রমিকেরা গাবতলী প্রধান সড়ক অবরোধ করেন। তারা কর্তব্যরত ট্রাফিক সদস্যদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় ট্রাফিকের একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

বেলা পৌনে ১২টা পর্যন্ত এ অবস্থা চলে। এ সময় ঢাকা থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। যাত্রাবাড়ী আর সায়েদাবাদ থেকে ছেড়ে আসা কোনো যানবাহন গাবতলী বাসস্ট্যান্ডে পৌঁছায়নি। আশপাশের সড়কেও তীব্র যানজট দেখা দেয়।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব উল হোসেন প্রথম আলোকে বলেন, গাবতলীর প্রধান সড়কে একটি কাভার্ড ভ্যানের কাগজপত্র ঠিক না থাকায় কর্তব্যরত সার্জেন্ট চালকের বিরুদ্ধে মামলা দিতে উদ্যত হন। এতে চালক ক্ষুব্ধ হয়ে সার্জেন্টের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আশপাশের লোকজন এসে ওই চালককে মারধর করে।

ওসি রাকিব উল হোসেন বলেন, ট্রাফিক সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিবহন শ্রমিকেরা রাস্তা ছেড়ে দেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ বতল ম রধর চ লকক

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ