ভাস্কর মানবেন্দ্রর জন্য নতুন করে ঘর নির্মাণ করে দেবে সরকার, আর্থিক সহায়তা প্রদান
Published: 17th, April 2025 GMT
মানিকগঞ্জ সদর উপজেলায় ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ দেবে সরকার। পুড়ে যাওয়া ঘরের জায়গায় নতুন করে ঘর নির্মাণ করে দেওয়া হবে। এরই মধ্যে আর্থিক সহায়তাও করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা মানবেন্দ্রর বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা দেওয়ার সময় এ ঘোষণা দেন।
ভাস্কর্যশিল্পীর পরিবার, জেলা প্রশাসন এবং সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, এবার পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোটিভ তৈরির অভিযোগে ভাস্কর মানবেন্দ্র ঘোষকে ফেসবুকে হুমকি দিয়ে আসছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় নিরাপত্তার জন্য গত মঙ্গলবার মানবেন্দ্র সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর ওই দিন (মঙ্গলবার) দিবাগত রাত তিনটার দিকে তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরে গতকাল বুধবার ভোর চারটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় গতকাল ভাস্কর মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে সদর থানায় মামলা করেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।