ঘরই যেন বেঙ্গালুরুর পর, বৃষ্টিবিঘ্নিত রাতটা পাঞ্জাবের
Published: 18th, April 2025 GMT
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সমর্থকেরা আরেকবার মন খারাপ করে স্টেডিয়াম ছাড়ার আগে কেঁদেছে বেঙ্গালুরুর আকাশ। দক্ষিণ ভারতের এই শহরে আজ কয়েক দফা বৃষ্টি হয়েছে।
তাতে খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ের সোয়া দুই ঘণ্টা দেরিতে। তবে বৃষ্টিও বেঙ্গালুরুর জন্য আজ আশীর্বাদ বয়ে আনতে পারেনি। কোহলি-হ্যাজলউডদের দল পাঞ্জাব কিংসের কাছে হেরেছে ৫ উইকেটে।
এম.
কিন্তু এবারের আইপিএলে ঘরই যেন বেঙ্গালুরুর পর হয়ে উঠেছে। এ নিয়ে এই মৌসুমে চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা তিন ম্যাচেই যে হেরে গেল বেঙ্গালুরু! আজ পাঞ্জাব কিংসের আগে গত ১০ এপ্রিল দিল্লি ক্যাপিটালস ও ২ এপ্রিল গুজরাট টাইটানসের কাছে হেরে যায় রজত পতিদারের দল।
বৃষ্টিবিঘ্নিত রাতে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৪ ওভারে। টস জিতে বেঙ্গালুরুকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে বেঙ্গালুরুর ৯ উইকেট তুল নিয়ে ৯৫ রানে বেঁধে ফেলেন পাঞ্জাবের বোলাররা।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটসম্যানরাও তাঁদের দায়িত্ব ভালোভাবে পালন করেছেন। পাঞ্জাব জিতেছে ৫ উইকেট ও ১১ বল হাতে রেখে।
সহজ জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার দল পাঞ্জাব, বেঙ্গালুরু নেমে গেছে চারে। ৭ ম্যাচে ৫ জয়ে পাঞ্জাবের পয়েন্ট এখন ১০, সমান সংখ্যক ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট বেঙ্গালুরুর।
সংক্ষিপ্ত স্কোর* বৃষ্টির কারণে ১৪ ওভারের ম্যাচ
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৪ ওভারে ৯৫/৯
(ডেভিড ৫০*, পতিদার ২৩; ইয়ানসেন ২/১০, চাহাল ২/১১, অর্শদীপ ২/২৩, ব্রার ২/২৫)।
পাঞ্জাব কিংস: ১২.১ ওভারে ৯৮/৫
(ওয়াধেরা ৩৩*, আর্য ১৬, ইংলিস ১৪, প্রভসিমরান ১৩; হ্যাজলউড ৩/১৪, ভুবনেশ্বর ২/২৬)।
ফল: পাঞ্জাব কিংস ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: টিম ডেভিড (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫