গাজায় সামরিক অভিযান চলবেই: নেতানিয়াহু
Published: 20th, April 2025 GMT
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তার দাবি, ক্রমবর্ধমান বিরোধিতা সত্ত্বেও ইসরায়েলকে তার অস্তিত্ব নিশ্চিত করার জন্য লড়াই চালিয়ে যেতে হবে।  
শনিবার রাতে একটি পূর্ব-রেকর্ড করা ভিডিওতে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের ‘বিজয় না পাওয়া পর্যন্ত নিজেদের অস্তিত্বের জন্য লড়াই চালিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই।”
নেতানিয়াহু গাজায় বোমাবর্ষণ অব্যাহত রাখার কারণ হিসেবে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের প্রত্যাখ্যানের কথা উল্লেখ করেছেন।
চলতি সপ্তাহে জিম্মি মুক্তির বিনিময়ে সাময়িক যুদ্ধবিরতির ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। তাদের দাবি, জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধ বন্ধের জন্য চুক্তি করতে হবে।
তিনি বলেছেন, “আমরা যদি এখনই হামাসের দাবির কাছে আত্মসমর্পণ করি, তাহলে আমাদের সেনা, আমাদের নিহত এবং আহত বীরদের অর্জিত সমস্ত অসাধারণ অর্জনগুলো স্রেফ হারিয়ে যাবে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এন্ড্রু কিশোরের জন্মদিনে কনকচাঁপার আবেগভরা শ্রদ্ধা
বাংলাদেশের সংগীতের ইতিহাসে এক অনন্য নাম এন্ড্রু কিশোর। পেশাদার জীবনে তিনি কণ্ঠ দিয়েছেন ১৫ হাজারেরও বেশি গানে—এর মধ্যে অসংখ্য গান আজও কালজয়ী। এ জন্য শ্রোতারা ভালোবেসে তাঁকে ডেকেছেন ‘প্লেব্যাক–সম্রাট’ বলে। চলচ্চিত্রের গানে এন্ড্রু কিশোরের অন্যতম সহশিল্পী ছিলেন জনপ্রিয় গায়িকা কনকচাঁপা। তাঁরা জুটি বেঁধে উপহার দিয়েছেন অগণিত জনপ্রিয় গান। আজ মঙ্গলবার, কিংবদন্তি শিল্পীর জন্মদিনে ফেসবুকে এক আবেগমাখা পোস্টে তাঁকে স্মরণ করেছেন কনকচাঁপা।
কনকচাঁপা লিখেছেন, ‘শুভ জন্মদিন, হে তরল সোনা মাখানো কণ্ঠের রাজা এন্ড্রু কিশোর দাদা! আমরা গর্বিত, আমাদের এন্ড্রু কিশোর আছেন! আছেন বলছি, কারণ তিনি এখনো আমাদের জীবনের অংশ—আরও বেশি আপন ও প্রয়োজনীয়।’ ফেসবুক পোস্টে কনকচাঁপা আরও লেখেন, ‘একজন এন্ড্রু কিশোর—একটি কণ্ঠ, একটি গলিত সোনার নদী। সিনেমা হলে তাঁর গান বাজলেই পুরো হল ভরে যেত আবেগে। তাঁর কণ্ঠে ছিল জাদু—যা মানুষকে ভাসাতে, কাঁদাতে, ভালোবাসতে শেখাত। যখন গাইতেন “ডাক দিয়াছে দয়াল আমারে”, তখন মনে হতো—এই পৃথিবীর প্রতি আমাদের অভিমান যেন একসঙ্গে ঝরে পড়ছে। আর যখন গাইতেন “তুমি আমার জীবন”, তখন প্রতিটি মানুষ ভাবত, এভাবেই তো প্রিয়াকে বলতে চেয়েছি আমি!’
এন্ড্রু কিশোর ও কনকচাঁপা