ময়মনসিংহে বাস থেকে মাথার খুলি-হাড় উদ্ধার, গ্রেপ্তার ৩
Published: 21st, April 2025 GMT
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ী সিডস্টোর বাজার এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তল্লাশিতে যাত্রীবাহী বাসে একটি ব্যাগের ভিতরে থাকা মানুষের মাথার খুলি ও বিভিন্ন হাড় উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহ সদরের চরকালিবাড়ী এলাকার মো. সাইফুল (৪৫), সুতিয়াখালী গ্রামের ফারুক হোসেন ওরফে শাহিন (৪৮) ও শেরপুরের শ্রীবর্দী উপজেলার মাটিয়াকুড়া গ্রামের আলমগীর হোসেন (২৪)।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে শেরপুর থেকে ঢাকাগামী একটি বাসে নিয়মিত তল্লাশি চালায় পুলিশ ও সেনাবাহিনীর টিম। ওই বাসে তিনজনের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি করে মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়। মানবদেহের তিনটি মাথার খুলি, ২৮টি হাড় এবং প্রায় ৫০টি হাড়ের টুকরো উদ্ধার করা হয়। তল্লাশি কার্যক্রমের সময় তাদের তিন জনকে আটক করা হয় এবং বাসটি জব্দ করা হয়।
আরো পড়ুন:
আমলযোগ্য অপরাধের ঘটনায় মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার
খুলনায় শিশু ধর্ষণ মামলার ২ আসামি কারাগারে
এ বিষয়ে ওসি আরো জানান, তিনজন শেরপুর থেকে এ সব হাড় ও খুলি ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা কঙ্কাল পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ভরাডোবা হাইওয়ে থানায় মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানোসহ যথাযথ আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা/মিলন/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।