মাগুরায় মাস্ক-হেলমেট পরে আ. লীগের ঝটিকা মিছিল
Published: 22nd, April 2025 GMT
মাগুরায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সামনের মহাসড়কে ১০ থেকে ১৫ জন মিছিলটি বের করেন। গত বছরের ৫ আগস্টের পর এটি ছিল মাগুরায় দলটির প্রথম মিছিল।
জেলা আওয়ামী লীগের ব্যানারে মিছলটি বের হয়। ব্যনারে লেখা ছিল, ‘মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলায় অন্যায়ভাবে অবৈধ ট্রাইব্যুনালে বিচারের নামে প্রহসন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল’।
মিছিলের ৪২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, মিছিলে যারা অংশ নিয়েছেন তাদের সবার মুখে মাস্ক ও হেলমেট। যারা মিছিলে অংশ নিয়েছিলেন তাদের কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আরো পড়ুন:
গাজীপুরের আদালতে দীপু মনি-পলকসহ ৬ জন
আ.
৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দলটির নেতাকর্মীরা আত্মগোপনে আছেন। শীর্ষ নেতাদের নামে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে।
পরিচয় গোপন রাখার শর্তে মাগুরা আওয়ামী লীগের এক নেতা বলেন, মূলত তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে মিছিল হয়েছে। বিষয়টি সিনিয়র নেতারা অবগত ছিলেন। প্রতিকূল পরিবেশে দলের নেতাকর্মীরা মোবাইলে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন।
ঢাকা/শাহীন/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ আওয় ম
এছাড়াও পড়ুন:
এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত
পাকিস্তানের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করেছে ভারত। বুধবার ভারত সরকার এ ঘোষণা দিয়েছে একটি নোটিশ জারি করেছে। নোটিশে বলা হয়েছে, ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত পাকিস্তানি বিমানের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। খবর রয়টার্সের
ভারতশাসিত কাশ্মীরে ২২ এপ্রিল পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর থেকে প্রতিবেশী দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। ওই হামলায় পাকিস্তানের মদদ রয়েছে অভিযোগ করে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত ও পাকিস্তানিদের ভিসা বাতিলসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করাসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয় পাকিস্তান।
পাকিস্তান আকাশসীমা বন্ধ করার এক সপ্তাহ পর দেশটির উড়োজাহাজের জন্যও একই নিষেধাজ্ঞা দিল ভারত।