অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনের আগাম ভোট গ্রহণ আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের নেতৃত্বাধীন লেবার পার্টি বিরোধী জোটের তুলনায় সামান্য এগিয়ে রয়েছে বলে সাম্প্রতিক জরিপে জানা গেছে। আগামী ৩ মে শনিবার ভোটের দিনের আগেই প্রায় ৫০ শতাংশ ভোটার ডাকযোগে বা আগাম ভোট দিয়ে দেবেন।

সিডনির একটি কেন্দ্রে আগাম ভোট দিতে আসা বাংলাদেশিপ্রবাসী ইস্টলেকের বাসিন্দা হায়দার খান বলেন, ‘ভোটের দিন কাজে যেতে হবে বলে আজই ভোট দিয়ে দিলাম।’

লেবার পার্টির নির্বাচনী সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত রিজওয়ান চৌধুরী ব্যাখ্যা দিয়ে বলেন, ‘গত জানুয়ারিতে আমরা যখন ৬ পয়েন্ট পিছিয়ে ছিলাম, তখন এই উত্তরণ আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। বর্তমানে ৯ পয়েন্ট এগিয়ে থাকলেও অস্ট্রেলিয়ার প্রেফারেন্সিয়াল ভোটিং পদ্ধতি অনিশ্চয়তা তৈরি করেছে। তবে আমরা খুবই আশাবাদী, এবারও লেবার পার্টিই সরকার গঠন করবে।’

অন্যদিকে বিরোধীদলীয় নেতা পিটার ডাটনের জনপ্রিয়তা কমে যাওয়ার পেছনে বিশেষজ্ঞরা দুটি কারণ চিহ্নিত করেছেন। প্রথমত, তাঁর কিছু নীতিকে যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির অনুরূপ মনে করেন অস্ট্রেলিয়ার নাগরিকেরা। দ্বিতীয়ত, সরকারি চাকরিজীবীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ সুবিধা বাতিলের প্রস্তাব দিয়েছেন তিনি।

আরেক বাংলাদেশি বংশোদ্ভূত অভিবাসন আইনজীবী সুরজিত রায় বলেন, ২০১৯ সালের নির্বাচনে লেবার পার্টি যখন জয়ের খুব কাছাকাছি ছিল, তখন শেষ মুহূর্তে স্কট মরিসনের নেতৃত্বে লিবারেল পার্টি জয়ী হয়েছিল। এই ইতিহাস আলবানিজকে এবার সতর্ক করেছে। এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে হচ্ছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় তৃতীয় ও শেষ টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হবে, যেখানে আলবানিজ ও ডাটন সরাসরি মুখোমুখি হবেন। তবে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর সব দল নির্বাচনী প্রচার কিছুটা মন্থর করেছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আলব ন জ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ