গাজীপুরের শ্রীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ, বিনা নোটিশে কারখানা বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিট হরাইজন নামের একটি কারখানার শ্রমিকেরা।

বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। পরে বেলা সাড়ে ১১টায় সড়ক থেকে সরে দাঁড়ান।

শ্রমিকরা অভিযোগ করেন, মঙ্গলবার কারখানার ৩০ জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করা হয়। এরপর শ্রমিকরা কর্মবিরতি পালন করলে কর্তৃপক্ষ পুনঃনিয়োগের প্রতিশ্রুতি দেয়। কিন্তু বুধবার সকালে শ্রমিকরা কাজে এসে দেখতে পান, কারখানার প্রধান ফটকে তালা ঝুলছে এবং সেখানে ‘অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ’ নোটিশ টানানো রয়েছে।

আরো পড়ুন:

সুনামগঞ্জের হাওরে বজ্রপাত, ধানকাটা শ্রমিকের মৃত্যু

কক্সবাজারে কাজে গিয়ে ৬ শ্রমিক নিখোঁজ

শাহরিয়ার হাসান জয় নামের এক শ্রমিক বলেন, “বিনা নোটিশে কারখানা বন্ধ করে দিয়েছে, অথচ আমাদের বকেয়া বেতন এখনো দেয়নি। এটা চরম অন্যায়।”

লামিয়া আক্তার নামের আরেকজন বলেন, “আমরা এক মাসের বেতন পাইনি। আমাদের পরিবার কষ্টে আছে। এই অবস্থায় আমাদের কণ্ঠ কে শুনবে?”

লিলি আক্তার নামের আরেক শ্রমিক বলেন, “দুধের শিশুদের ঘরে রেখে আমরা কারখানায় আসি। রক্ত পানি করে কাজ করি। অথচ মাস শেষে বেতন পাই না।”

নিট হরাইজন কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো.

জসীম উদ্দিন বলেন, “বাংলাদেশের শ্রম আইন ২০০৬-এর ধারা ১৩(১) অনুযায়ী কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে, দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করা হবে।”

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের সঙ্গে কথা বলার পরে তারা অবরোধ তুলে নেন। বেলা সাড়ে ১১টার পরে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।’’

ঢাকা/রফিক/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অবর ধ

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ