সৌম্য সরকার যেদিন খেলেন, বড় ইনিংসই খেলেন। ঢাকা প্রিমিয়ার লিগে আজ ১৫৩ রানের অপরাজিত এক ইনিংস খেলে নতুন করে সেটির প্রমাণ দিলেন বাংলাদেশের ব্যাটসম্যান। বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে অগ্রণী ব্যাংকের বিপক্ষে তিন-তিনবার জীবন পেয়ে ১১২ বলে ১৫৩ রান করেছেন সৌম্য। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তাঁর নবম সেঞ্চুরি।

৯ সেঞ্চুরির চারটিতেই ১৫০ ছুঁয়েছেন এই বাঁহাতি। এর একটি আবার ২০৮ রানের ইনিংস। যেটি এই সংস্করণে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ১৫০ ছোঁয়া ইনিংস খেলার রেকর্ডও এখন সৌম্যর। তিনটি ১৫০ ছোঁয়া ইনিংস নিয়ে দুইয়ে তামিম ইকবাল।

সৌম্যর সেঞ্চুরির ম্যাচে অগ্রণী ব্যাংককে ১০৩ রানে হারিয়েছে তাঁর দল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে মিরপুরে সেঞ্চুরি করেও গাজী গ্রুপ ক্রিকেটার্সকে জয় এনে দিতে পারেননি এনামুল হক বিজয়। আগের ম্যাচে তিন সংস্করণ মিলিয়ে ৫০তম সেঞ্চুরি পাওয়া এনামুল পরেই ম্যাচেই পেয়ে গেলেন ৫১তম সেঞ্চুরি। এবারের লিগে এটি তাঁর চতুর্থ সেঞ্চুরি। রান তাড়ায় ১০৮ রান করলেও আবাহনীর দেওয়া ২৫০ রানের লক্ষ্য থেকে ১১ রান দূরে থেমেছে তাঁর দল। সর্বশেষ এই জয়ে শীর্ষেই রইল আবাহনী। আবাহনীর হয়ে সর্বোচ্চ ৯৬ রান করেন ওপেনার শাহরিয়ার কমল।  বিকেএসপিতে দিনের আরেক ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান।

সৌম্যর ম্যাচে রূপগঞ্জের জয়

সৌম্য যখন ব্যাটিংয়ে নামেন ১৩.

১ ওভারে ৮১ রান লিজেন্ডস অব রূপগঞ্জের। ওপেনার তানজিদ হাসান ৪৩ রান করে আউট হওয়ার পর নামেন সৌম্য। ১৪ রান পরে ফিরে যান আরেক ওপেনার সাইফ হাসানও। তানজিদের মতো তিনিও ফিরেছেন ৪৩ রানে ।

সৌম্য ফিরতে পারতেন এর আগেই। ২ রানে দাঁড়িয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলেছিলেন সৌম্য। অমিত হাসানের হাত ফসকে পড়ে যায় ক্যাচ। সৌম্যর রান যখন ১০, শর্ট কাভারে ক্যাচ ছাড়েন জাহিদ জাভেদ। এরপর ১৪ রানে দাঁড়ানো সৌম্যর তোলা ফিরতি ক্যাচ নিতে পারেননি বোলার তাইবুর রহমান।

তিন-তিনবার জীবন পেয়ে আর পেছনে ফিরে তাকাননি সৌম্য। ৫৮ বলে ফিফটি ও ৯২ বলে সেঞ্চুরি ছোঁয়া ব্যাটসম্যান শেষ ২০ বলে যোগ করেন ৫৩ রান। ১৭টি চার ও ৬টি ছক্কা মারা সৌম্যর ইনিংসে ভর করে ৩ উইকেটে ৩৩৩ রান করে রূপগঞ্জ। রান তাড়ায় ২৩০ রানে অলআউট অগ্রণী ব্যাংক।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব য টসম য ন র পগঞ জ র ন কর

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ